Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- অনেক সময় দেখা যায় শত কাজের পরেও খারাপ সময় কাটে না। এই এই খারাপ সময় জীবনে আসার জন্য জীবনটাকে দুর্বিসহ করে তোলে। আর এই খারাপ সময় থেকে বেরোবার জন্য কঠোর পরিশ্রমও করি আমরা। কিন্তু তবুও খারাপ সময় থেকে বেরোনো যায় না। আর এই সময় হওয়া কাজ হয় না। হঠাৎ হঠাৎ বিপদের মধ্যে পড়তে হয়। অর্থ ব্যায় বেশি হয় , সংসারে অশান্তি দেখা দেয়। এছাড়াও বিভিন্ন অসুবিধা দেখা দেয় জীবনে। তবে চলুন এই খারাপ সময় থেকে কি ভাবে বেরিয়ে আশা যায় , তার জন্য কি কি করতে হবে তা দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :- এই রাশির জাতকদের ২০২২ সাল দারুন কাটবে , দেখুন আপনার রাশি আছে কি না
১. সময় খুবই খারাপ যাচ্ছে ? হলুদ জলে স্নান করলে খারাপ সময় কেটে যায়। স্নানের সময় স্নানের জলে এক টুকরে হলুদ ফেলে দিন। এই জল দিয়ে স্নান করুন , উপকার পাবেন। এতে সকল বাধা-বিপত্তি কেটে যাবে। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলতে থাকলে তা দূর হবে। এছাড়া কোনো শুভ কাজে যাচ্ছেন হলুদের টিপ ব্যবহার করুন।
২. আমাদের অনেকেরই পুরনো বা ছেঁড়া জুতো জমিয়ে রাখার স্বভাব আছে। বাতিল জিনিস মন থেকে ফেলতে পারেন না। কিন্তু , এটা সংসারে অশান্তি ডেকে আনে। এছাড়াও সকল শুভ কাজে বাধা সৃষ্টি করে এই ছেড়া জুতো । তাই ছেঁড়া জুতো বাতিল করুন। ঘর থেকে বাইরে করুন।
৩. ঘরে কখনোই বন্ধ ঘড়ি রাখবেন না। শাস্ত্রে প্রচলিত আছে , বন্ধ ঘড়ি মানুষের জীবনে দুর্ভোগ ডেকে আনে। বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে তা যত তাড়াতাড়ি সম্ভব সারিয়ে নিন।
৪. প্রায় সকল হিন্দু বাড়িতেই তুলসী মঞ্চ দেখা যায়। এবার থেকে রোজ সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালিয়ে মনষ্কামনা জানান। দেখবেন সকল বাধা কেটে যাবে। তুলসী গাছেই মা লক্ষ্মী বাস করেন। মা লক্ষ্মীর কৃপায় জীবন থেকে আর্থিক সমস্যা দূর হবে।
৫. বজরংবলিকে সঙ্কটমোচকঃ বলা হয়। মঙ্গল-শনিবার হনুমানজির পুজো করুন। জীবনের সকল সংকট কেটে যাবে হনুমানের দয়ায়।সপ্তাহের এই দুই দিন হনুমান চাল্লিশা পাঠ করুন। শুদ্ধ বস্ত্রে স্নানের পর এই হনুমান চাল্লিশা পাঠ করুন।
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করছে বৃহস্পতি , আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে দেখুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )