Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- বাস্তু শাস্ত্রে বাড়ির সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে। তেমনই গর্ভবতী মহিলাদের জন্যও বাস্তুশাস্ত্রে কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে। যেই নিয়ম পালনের মাধ্যমে পরিবারে আসতে পারে সুখ ও সমৃদ্ধি।
নুন দিয়ে ঘর মুছুন :- বাস্তু শাস্ত্রে নুন দিয়ে ঘর মোছার কথা বলা হয়েছে। আর বাড়িতে যদি গর্ভবতী মহিলা থাকে তবে একটু বেশি করে নুন দিয়ে ঘর মোছা উচিত। এতে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয়, ফলে গর্ভবতী মহিলার চিন্তা ভাবনায় নেগেটিভ প্রভাব পরে না।
ময়ূরের পালক :- হিন্দু শাস্ত্রে ময়ূরের পালক খুবই শুভ বলে বিবেচিত হয় , কারণ স্বয়ং শ্রী কৃষ্ণ তার মাথায় ময়ূরের পালক রাখতেন। বাড়িতে যদি গর্ভবতী মহিলা থাকে তবে ঘরে ময়ূরের পালক রাখা শুভ। এতে পরিবারের লোকের সাথে সুসম্পর্ক বজায় থাকে। যার ফলে গর্ভাবস্তার কোনো প্রভাব পরে না।
ঘরে রাখতে হবে দেবতার মূর্তি :- গর্ভবতী মহিলা যেই ঘরে বসবাস করেন সেই ঘরে শ্রী কৃষ্ণের মূর্তি রাখুন এবং শ্রী কৃষ্ণের নাম জপ করান। এছাড়া ওই মহিলাকে গীতা পাঠ করে শোনান। যদি ওই মহিলা স্বয়ং গীতা পাঠ করতে পারেন তবে তো অতি উত্তম।
শোবার দিক :- গর্ভবতী মহিলাদের দক্ষিণ দিকে মুখ করে ঘুমানো উচিত। এতে ওই মহিলার সুখ লাভ হবে। প্রতিদিন সন্ধ্যের সময় তুলসী তলায় একটি করে ঘী বা সর্ষের তেলের প্রদীপ জ্বালান , এতে উপকার হবে।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )