Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আজ গুরু পূর্ণিমা ৷ এই পুণ্য তিথিতে দান-ধ্যান করা, গুরুর নাম করলে অনেক বাধা-বিপত্তি কাটে সহজেই। দূর হয় আর্থিক সঙ্কটও। গুরুর নাম স্মরণ করা খুবই শুভ ফল দেয়। তবে গুরু পূর্ণিমায় রাশি মেনে দান করুন, পাবেন সুফল। তবে চলুন দেখে নেওয়া যাক কি কি দান করতে পারেন আপনি।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
১.গুরু পূর্ণিমার দিন মেষ রাশির জাতক – জাতিকারা দান করুন লাল বস্ত্র ৷ এতে আর্থিক সঙ্কট দূর হয়।
২. বৃষ রাশির জাতক – জাতিকারা দান করুন মিষ্টি। সৌভাগ্য বৃদ্ধি পায়।
৩. সবুজ মুগ ডাল দান করুন মিথুন রাশির জাতক – জাতিকারা। এতে পরিবারে আনন্দ-সুখ বজায় থাকবে।
৪. দরিদ্র মানুষদের কর্কট রাশির জাতক – জাতিকারা এই দিনে অন্ন দান করলে জীবনে সমৃদ্ধি ঘটবে।
৫. সম্মান বৃদ্ধির জন্য সিংহ রাশির জাতক – জাতিকারা এই পুণ্য তিথিতে গম দান করতে পারেন।
৬. শুভ ফল লাভ করতে কন্যা রাশির জাতক – জাতিকারা আজ ব্রাহ্মণ ভোজন করান।
৭. তুলা রাশির জাতক – জাতিকারা আজকের দিনে কুমারী মেয়েদের পায়েস খাওয়ান ৷ এতে ঐশ্বর্য লাভ হবে ৷
৮. গুরু পূর্ণিমায় শুভ ফল লাভ করতে গরুকে গুড় খাওয়াতে পারেন বৃশ্চিক রাশির জাতক – জাতিকারা।
৯. জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে ধনু রাশির জাতক – জাতিকারা যেকোনও মন্দিরে আপনার পছন্দের জিনিস দান করুন।
১০. দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করলে মকর রাশির জাতক – জাতিকাদের চাকরি ও ব্যবসায় উন্নতি হবে।
১১. আজকের দিনে বয়স্কদের সেবা করুন এবং কালো বিউলি ডাল দান করুন কুম্ভ রাশির জাতক – জাতিকারা ৷
১২. গুরু পূর্ণিমার এই পূন্য তিথিতে বেসনের মিষ্টি বা ছানার মিষ্টি দরিদ্রদের মধ্যে দান করলে মীন রাশির জাতক – জাতিকাদের মনস্কামনা পূরণ হয় ৷
আরো পড়ুন :- সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)