Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গৃহে শান্তি ও আর্থিক বৃদ্ধি বজায় রাখতে মেনে চলুন কিছু টোটকা। জানেন কি শাস্ত্র মতে কিছু টোটকার কথা বলা আছে যা জীবনে শান্তি দেয়। তাই বাড়িতে সামান্য কিছু পরিবর্তন করলেই আসতে পারে সুখ সমৃদ্ধি এবং আনন্দ। যদি বাড়ির পূর্ব এবং উত্তর কোণ ঠিক থাকে তাহলে আসে শান্তি ও সমৃদ্ধি । এছাড়াও বাড়ির উত্তর দিকটি যদি পরিষ্কার রাখা হয় তাহলে সেই ব্যক্তি অর্থের দিক থেকে উপকৃত হয়।
তাহলে দেখে নিন কিভাবে বাড়ি ঠিক করে সাজাবেন —
১. বাড়ির জলের ট্যাঙ্কে কোন শঙ্খ বা রৌপ্য মুদ্রা বা রৌপ্য কচ্ছপ রেখে দিতে পারেন। জীবনের সমস্ত দুর্দশা শেষ হয়ে যেতে পারে।
২. বাড়ির উত্তর দিকে একটি বড় কাচের বাটি রেখে তার মধ্যে একটি রুপোর মুদ্রা রেখে দিন। তাহলে আপনার গৃহে সুখ এবং সমৃদ্ধি ঘটবে।
৩. এছাড়া উত্তরে একটি নীল রঙের পিরামিড রাখতে পারেন তাহলে আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে।
৪. পূর্ব এবং উত্তর কোনে গণেশ এবং লক্ষ্মী প্রতিমা রেখে যদি আপনি পুজো করতে পারেন। এতে জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে।
৫. বাড়ির উত্তর পূর্ব বা ঈশান কোনে যদি কোন ময়লা থাকে তা অবিলম্বে পরিষ্কার করে দিন।
৬. যদি আপনার বাড়িতে তুলসী বা আমলা গাছ থাকে সেটিকে উত্তর দিকে লাগানোর চেষ্টা করুন।
৭. বাড়ির উত্তর দিকে মুখ করে সব সময় সিন্দুক অর্থ রাখার স্থান হওয়া উচিত। উত্তর দিক ধনকুবেরের দিক।
৮. আপনি একুরিয়াম এর জায়গাটি যদি আপনি উত্তর দিকে রাখতে পারেন।
মেনে চলুন কিছু টিপস ভালো থাকুন।
Highlights
1. গৃহে শান্তি ও আর্থিক বৃদ্ধি বজায় রাখতে মেনে চলুন কিছু টোটকা
2. মেনে চলুন কিছু টিপস ভালো থাকুন
#টোটকা #Astro Tips #Life Style #Tips #Horoscope