Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :- শনি হল রবি ও ছায়া পুত্র । যদিও অন্যান্য শাস্ত্রে শনি এর পিতা মাতা সম্পর্কে ভিন্ন মত দেওয়া হয়েছে। শনিকে গ্রহ রাজের ভূমিকা দেয়া হয়েছে,শনি হল কর্মফল দাতা।
লক্ষ্য করবেন শনির দুটি ঘর মকর ও কুম্ভ এই দুটি ঘর কালপুরুষের চার্ট এর 10ম ও 11 তম ঘর। 10ম ঘর হল আপনার কর্ম এবং 11 তম ঘর আপনার ফল বা লাভ-ক্ষতি। মানব জীবনে কর্মের গুরুত্ব কতখানি সকলের জানা,সে আপনি ব্যাবসা করুন বা জব সবেতেই শনির ভূমিকা অপরিসীম।
শনি কে জ্যোতিষ এ দাস এর মর্যাদা দেয়া হয়েছে। কার যদি শনি এর সমস্যা থাকে দেখবেন সে যতই পরিশ্রম করুক না কেন ফল ভাল পায় না।
আমাদের নবগ্রহ এর মধ্যে শনির মুভমেন্ট সবচেয়ে স্লো। তাই শনি কে বিলম্বের কারক গ্রহ বলা হয়,যদি আপনার চার্ট এ শনি বিশেষ ভাবে থাকে বা দৃষ্টি দেয় দেখবেন আপনার সব কাজ দেরিতে সম্পন্ন হচ্ছে।
আরো পড়ুন :- ভক্তি সহকারে পূজা করুন বাবা মহাদেবকে ! জীবনে পাবেন শান্তি
শনি কে কর্মফল দাতা বলা হয়। শনি কিছু দেয় না কিছু নেয় না। আপনার কর্ম এর ভিত্তিতে ফল প্রদান করে। তাই অনেকে শনি কে দুঃখ,দুর্দশা,একাকীকত্ব,ভুলবোঝাবুঝি ইত্যাদির জন্য দায়ী করা হয়। এবং বলা হয় শনি নৈসর্গিক শুভ গ্রহ নয়।
শনিকে পায়ে খঞ্জ বলা হয়,শনি পীড়িত হলে পায়ে চোট আঘাত দেয়,শনি এর জন্য আপনার হাড় এর সমস্যা হতে পারে।
শনি এর 3টি দৃষ্টি 3য়,7ম ও 10ম। শনি এর 7ম দৃষ্টি সবচেয়ে জোরালো ধরা হয়। তাই লক্ষ্য করবেন শনি যদি 7ম এ দৃষ্ট কোন ভাবে বিবাহ স্থানে হয় আপনার বিবাহ দেরিতে হবে। যদিও অন্যান্য বিষয় দেখা দরকার।
বলা হয় যে শনি একাকী ভাবে এবং ভাল নক্ষত্র এবং শুভ গ্রহ এর দৃষ্টি পেলে 3য়,6ম ও 11 এ ভাল ফল প্রদান করে। তবে শনি 8ম এ আপনার আয়ু বৃদ্ধি করবে। 10 এ ভাল অবস্থান আপনাকে কর্ম প্রদান করবে।
শনি ঠান্ডা কারক গ্রহ তাই জল ও বায়ু রাশিতে ভাল ফল প্রদান করবে।
শনি বৃহস্পতির এর ঘরে প্রভাব বৃদ্ধি করে ধনু ও মিন।
শনি এর উচ্চ ঘর হল তুলা এবং নিচ ঘর মেষ। শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ।
শনি এর জাতক জাতিকারা প্রেক্টিকাল ও জ্ঞানি ও অভিজ্ঞতা সম্পন্ন হয়। শনি ন্যায় এর পথে আপনাকে চালিত করবে।
শনি সবচেয়ে বেশি প্রভাব দেয় সাড়ে সাতি,ধাইয়া তে। তাই আপনার রাশি এর উপর দিয়ে যখন পাস করবে আপনার সমস্যা সৃষ্টি করবে।
শনির 3টি নক্ষত্র সেগুলি হল পুষ্যা,অনুরাধা ও উত্তর ভাদপদ । সাধারণত দেখা যায় শনির নক্ষত্রে জন্মানো জাতকরা একটু দেরিতে সাফল্য লাভ করে। একমাত্র শনির 3টি নক্ষত্র দেবগনের মধ্যে পড়ে।
শনি এর সাথে বৃহস্পতি ও শুক্র থাকলে কিছুটা ভাল ফল দেয় কিন্তু অন্য গ্রহ এর সাথে যুটি বা দৃষ্ট হলে ফল খারাপ হয়।
যেমন – শনি ও চন্দ্র জুটি বা দৃষ্ট হলে বিষ দোষ সৃষ্টি করে, শনি যদি রাহু/কেতু এর সাথে মেলে তবে স্যাপিক দোষ করে। তবে বিশেষ ক্ষেত্রে শনি ও কেতু জুটি নাগ মুনি জুটি করে থাকে।
শনি যদি রবি ও চন্দ্রের সাথে যুক্তি করে তবে আপনার পিতা ও মাতার স্থান খারাপ করতে পারে।
শনি সাধারণত তুলা,বৃষভ,মকর,কুম্ভ,মিন রাশিতে ভাল ফল দিয়ে থাকে(এটা আমার অভিজ্ঞতা অনুযায়ী)।
আরো পড়ুন :- আপনার বাড়িতে একটানা সমস্যা চলছে ? দেখুন মুক্তির পথ
চলুন শনি এর 12 টি ভাবে কি প্রভাব দেয় জেনে নি।
শনি প্রথম ভাবে :- শনি প্রথম ভাব বা লগ্নে থাকলে জাতক এর সব কাজে বিলম্ব হয়,জাতক গম্ভীর প্রকৃতির হয়,জাতকের মধ্যে লোকের সাথে মেশার ক্ষমতা কম থাকে,বন্ধু ভাগ্য ভাল যায় না,অনেক সময় কুটে স্বভাবের হয়,বিবাহে বিলম্ব হতে পারে,তবে জাতক নীতিবান হয়,প্রচুর পরিশ্রমী হয়,জাতকের বিবাহিত জীবনে সমস্যা হতে পারে,জাতক অনেক সময় একাকী থাকতে ভালবাসে। জাতক অনেকটা লাজুক স্বভাবের হয়,মুখ ফুটে বলতে সমস্যা হয়। ইত্যাদি।
2য় ভাবে শনি :- দ্বিতীয় ভাবে শনি ভাল ফল দেয় না। জাতককে অর্থের জন্য সংঘর্ষ করতে হয়,কুটুম্ব দের সাথে ব্যাবহার ভাল হয় না। অনেক সময় দেখা যায় জাতক মিথ্যা কথা বলতে,খুব উকত্ব কথা বলতে।
জাতকের ভাষা উগ্র হতে পারে। তবে শনি তুলা,কুম্ভ বা মিত্র রাশিতে হলে জাতক অর্থবান হতে পারে।ইত্যাদি
3য় ভাবে শনি :- 3য় ভাবে শনি ভাল ফল দেয় জাতককে পরাক্রমী করে,জাতক অভিজ্ঞতা সম্পন্ন হয়,একাকী হয়,শত্রু থেকে জয় লাভ করায়,সাহসী ও স্বাস্থবান করায়, তবে যোগাযোগ বাবস্থাতে দেরি করায়, ভাই ও প্রতিবেশী দের সাথে সম্পর্ক খারাপ করায়। তবে জাতক ছোট খাট ভ্রমণ থেকে লাভ পায়।
শনি বৃহস্পতির ঘরে ঘরের প্রভাব বৃদ্ধি করে,কিন্তু যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরের প্রভাব হ্রাস করে।
শনি চতুর্থ ভাবে থাকলে :- শনি চতুর্থ ভাবে ভাল ফল সাধারণত দেয় না তবে নিজের রাশি,উচ্চ রাশি এবং ভাল গ্রহের দৃষ্টি পড়লে কিছুটা ভাল হয়। আমরা জানি 4থ ভাব হল আপনার সুখ,শান্তি,ঘর,বহন ইত্যাদির ঘর। এখানে শনি থাকলে এই সব বিষয় থেকে আপনি বঞ্চিত হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে,মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। জাতকের জীবনে দুঃখ বেশি হয়,সমাজের সাপোর্ট খুব একটা বেশি হয় না। ইত্যাদি
শনি 5ম ভাবে থাকলে :- 5ম ভাবে শনি আপনার শিক্ষাক্ষেত্রে বাঁধা বিলম্ব নিয়ে আসে,বন্ধু কম হয়,সন্তানের জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়,জাতক গম্ভির হয়,বিবাহে বিলম্ব হয়,অর্থ পেতে বিলম্ব হয়,প্রেমজ সম্পর্কে খারাপ পরিণতি হয়।জাতকে লেজি বানায়। তবে শনি যদি নিজ রাশি,উচ্চ রাশি তে ও ভাল গ্রহের দৃষ্টি পায় অতটা খারাপ হয় না,ডিগ্রিতাও দেখতে হবে।
শনি 6ম ভাবে থাকলে :- 6ম হাউসে শনি ভাল ফল দেয়। জাতকের অর্থ আগমন ভাল করে,জাতককে নিরোগী করায়, রোগ হলে সেই রোগ সেরে যায়,জাতক মুশকিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখে,শত্রুদের থেকে বিজয় লাভ করে,জাতকের ডেইলি ইনকাম ভাল করে। তবে জাতকে মেহনতি বানায়। ইত্যাদি।
শনি 7ম ভা
শনিকে জ্যোতিষ এ দাস এর স্থান দেওয়া হয়েছে । আপনি লক্ষ্য করে দেখবেন শনি যদি পীড়িত থাকে তবে আপনি অনেক পরিশ্রম করেন ফল ভাল পান না।
শনি মহারাজ 8ম ভাবে:- অষ্টম স্থান হল গুপ্ততার স্থান,জন্ম মৃত্যুর স্থান, বিবাহিত জীবনের জন্যও গুরুত্বপূর্ন স্থান। এখানে শনি থাকলে আপনার আয়ু বৃদ্ধি করবে,আপনাকে গুপ্ত জ্ঞান এ বিশেষ সাহায্য করবে,তবে বিবাহিত জীবনে সুখ নাও পেতে পারেন,অর্থ সমস্যা হতে পারে,সন্তান সমস্যা হয়,ব্যাবসা ও চাকুরীতে উন্নতি হতে বাঁধা হয়। আয়ু বৃদ্ধি ঘটালেও রোগ কিন্তু লেগেই থাকে। এখানে থাকা শনি জাতককে তন্ত্র,রিসার্চ ইত্যাদি গুপ্ত কাজে পারদর্শী করতে পারে।
শনি মহারাজ 9ম ভাবে :- 9ম ঘরে অশুভ শনি জাতকে পিতার সাথে সম্পর্ক খারাপ করায়, ধর্ম অনেক সময় জাতক মানতে চায় না,জাতক ভাগ্যহীন হয়,ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করায়, অনেক সময় রোগ ভোগে,বিভিন্ন রকম ঝুট জামেলায় পরে যায়। ব্যাবসা ও জব থেকে লাভ কম হয়। তবে শনি ভাল থাকলে উক্ত প্রভাব কম হয়।
শনি মহারাজ 10ম ভাবে :- আমরা জানি শনি হল দাস। কালপুরুষের চার্ট এ শনির অন্যতম ঘর হল 10ম। এখানে শনি জাতককে কর্ম এর প্রতি আগ্রহ বাড়ায়,জাতক পরিশ্রমি হয়,জাতক বহু উচ্চ স্থানে প্রতিষ্ঠিত হতে পারে,ভাল ব্যাবসায়ী ও রাজনীতিবিদ হতে পারে,জাতক চাষবাস এও উন্নতি করতে পারে। তবে জাতকের খরচ বৃদ্ধি করায়,তবে অনেক সময় দেখা যায় জাতকের গৃহ শান্তি বজায় থাকে না,বিবাহিত জীবনেও সুখ এর অভাব দেখা যায়। ইত্যাদি।
শনি মহারাজ 11তম ভাবে :- 11তম ভাবে শনি ভাল ফল দেয়। শনি এখানে সবল ভাবে অবস্থান করলে যারা জব করে তাদের পদোন্নতি ঘটায়,যারা ব্যাবসা করে তাদের ভাল স্থানে পৌঁছে দেয়। লাভ ভাবে শনি যদি শক্তিশালী হয় জাতক লাভবান হয়। আবার জাতকের আয়ু বৃদ্ধি ঘটায়।তবে অনেক সময় দেখা হয় শনি 11তম ভাবে অবস্থান জাতককে কুঁড়ে বানায়,জাতকের সব কাজ দেরিতে করায়, পড়াশুনায় বিলম্ব ঘটায়,সন্তানের জন্য কষ্ট আনে।ইত্যাদি।
12তম ভাবে শনি মহারাজ :- 12 তম ভাবে শনি জাতককে একাকীকত্ব দেয়,অনৈতিক কাজের প্রবণতা দেয়,বাণী কর্কশ হয়,আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ করে,ভাগ্য হানি করে,পিতা ও ধর্মের প্রতি উদাসীন করতে পারে।অর্থ ইনকামের জন্য জাতককে প্রচুর পরিশ্রম করতে হয়,জাতকের স্বাস্থ্য খুব একটা ভাল যায় না,জাতক অনেক সময় নানা জামেলায় জড়িয়ে পড়ে যার দরুন জেল যাত্রা ঘটাতে পারে,তবে 12 তম ভাবে বসা শনি জাতককে বিদেশে সাফল্য দেয়।উক্ত ঘটনা নাও ঘটতে পারে শনি অশুভ না হলে।
আরো পড়ুন :- এই সকল বিষয় গুলি মেনে চলুন তাহলে ভালো থাকবেন
শনি এর বিচার শুধু ভাব দেখে নয় চার্ট এর অন্যান্য বিষয় গুরত্ব সহকারে বিচারণীয়।ভুল ত্রুটি মার্জনীয়।
—————————————————————————-
জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি
চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান
ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি 8 টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)