ঘরের কোন দিকে আলমারি রাখা শুভ ? দেখুন সঠিক নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : শাস্ত্র অনুযায়ী বাড়ির গুরুত্বপূর্ণ আসবাব রাখার সঠিক স্থানে রাখার নিয়ম আছে। এমনই একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ আসবাব হল আলমারি। বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে সঠিক স্থানে আলমারি রাখলে সুখ-সমৃদ্ধি ও অর্থ বৃদ্ধি ঘটে। আপনার শয়ন কক্ষে কোন দিকে আলমারি থাকবে, জেনে নিন এখানে—

১. বাস্তু অনুযায়ী বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে আলমারি রাখা উচিত। এর ফলে শয়নকক্ষের উত্তর বা পূর্ব দিকে আলমারি খুলবে। অর্থ ও সমৃদ্ধির আগমন ঘটে। দক্ষিণ-পশ্চিম কোণে আলমারি রাখলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। বাড়ির পরিবেশ শান্ত ও ইতিবাচক থাকে।

২. জানালার সামনে বা যেখান থেকে আলো আসে, এমন স্থানে আলমারি রাখা উচিত।

৩. বাস্তু অনুযায়ী শয়নকক্ষের উত্তর দিকে টাকা ও অলঙ্কার রাখা উচিত। উত্তর কুবেরের দিক। আলমারিকে শয়নকক্ষের দেওয়াল থেকে দূরে রাখুন। বাইরে থেকে আগত ইতিবাচক শক্তির পথের বাধা দূর করে।

৪. শয়নকক্ষে আলমারি লাগালে তাতে আয়না লাগাবেন না। কোনও আলমারিতে আয়না লাগানো থাকলে, তা যাতে বিছানার সামনে না-থাকে, সে দিকে লক্ষ্য রাখবেন। শয়নকক্ষে আয়না লাগানো আলমারিকে শুভ মনে করা হয় না।

শয়নকক্ষে আলমারি রাখার সময় যা লক্ষ্য করবেন ?

১. শয়নকক্ষে কাঁচের আলমারি রাখবেন না। কাঠ বা লোহার আলমারি রাখা উচিত।

২. দক্ষিণ-পশ্চিম দিকে আলমারি রাখবেন। উত্তর-পূর্ব দিক খোলা থাকবে। উত্তর-পূর্ব দিক খোলামেলা থাকা শুভ।

৩. শয়নকক্ষে ক্রিম বা হাল্কা রঙের আলমারি রাখবেন।

৪. দক্ষিণ-পশ্চিম দিকে আলমারি রাখবেন, তাতে আয়না না-লাগানো থাকে।

৫. টাকা ও গহনা রাখার লকারে একটি দরজা থাকা উচিত।

৬. আলমারির দরজা দক্ষিণ দিকে খুললে সেই পরিবারে আর্থিক অভাব লেগে থাকে।

৭. আলমারিকে সরাসরি মেঝের ওপর রাখবেন না। কোনও স্ট্যান্ডের ওপর আলমারি রাখবেন।

৮. আলমারি মধ্যে ছোট্ট লকার থাকলে, তা খালি রাখবেন না।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন