Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- দৈনন্দিন নানা কাজে মানুষ সারাক্ষণ ব্যস্ত থাকে ফলে নিজের ও পরিবারের চাহিদা পূরণে ব্যর্থ হয়। তাই সুখী এবং স্থিতিশীল জীবনের জন্য বেশির ভাগ মানুষকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়। কখনও কখনও কঠোর পরিশ্রম সত্ত্বেও সমস্যা ও নানা রকম ঝামেলা পিছু ছাড়ে না। আবার এর পিছনে কোনো রকম বাস্তু বা গ্রহ সংক্রান্ত দোষও থাকতে পারে।
আরো পড়ুন :- কালসর্প দোষ দিয়ে শুরু হয়েছে ২০২২, জেনে নিন কেমন প্রভাব পড়বে জনজীবনে
বাস্তু শাস্ত্রে এমন নিয়ম রয়েছে সেই গুলি না মানলে আপনার বাড়িতে একটা খারাপ বা নেতিবাচক পরিবেশ তৈরি হতে পারে। এর কারণে আপনার জীবনে আর্থিক ও শারীরিক সমস্যা তৈরি হবে। আপনার জীবনকে খারাপ ভাবে প্রভাবিত করে। তাই বাস্তু শাস্ত্র মতে জীবনযাপন করা খুবই শুভ। একই ভাবে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলিকে সকালে ঘুম থেকে উঠে দেখা উচিত নয়। কারণ এতে সমস্যা হয়। জেনে নেওয়া যাক কি কি ?
১. বাস্তু শাস্ত্র মতে, একদম সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা উচিত নয়। এই কাজ যেমন খুব অশুভ তেমনি এটি আপনার দিনটি নষ্ট করতে পারে বলেও বিশ্বাস করা হয়। সকালে ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখার অভ্যাস ত্যাগ করুন। ভালো ফল পাবেন।
২. যদিও আপনার বাড়িতে ভাঙা মূর্তি রাখা উচিত নয়। এটি অশুভ বলে বিবেচিত হয়। আপনার বাড়িতে ভাঙা বা নষ্ট হয়ে যাওয়া মূর্তি থাকে তাহলে ভুল করেও এই স্থানে রাখবেন না যাতে সকালে ঘুম থেকে উঠে তা চোখের সামনে পড়ে।
৩. বাস্তু শাস্ত্র মতে, ঘুম থেকে উঠে বন্ধ ঘড়ির দিকেও তাকানো উচিত নয়। এর ফল স্বরূপ ঘরে আর্থিক নানা রকমের অসুবিধা শুরু হয় এবং পরিবারে ঝগড়া অশান্তিও বাড়ে। ঘরে বন্ধ ঘড়ি না রাখাই উচিত।
৪. সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন রান্নাঘরে এঁটো বাসন আছে, তাহলে দিনের শুরুটা নষ্ট হতে পারে। রাতে এঁটো বাসন পরিষ্কার করে রেখে ঘুমান। বাস্তু অনুসারে শুভ বলে বিবেচিত হয়।
৫. বাস্তু শাস্ত্র অনুসারে, সকালে ঘুম থেকে উঠে নিজের ছায়া দেখা উচিত নয়। কোন ছায়া তৈরি হলেও তা উপেক্ষা করুন। বিশ্বাস করা হয় , এটি জীবনে নেতিবাচকতা আনে যার ফলে সমস্যা থেকে যায়।
আরো পড়ুন :- নতুন বছরে এই ৪ রাশির উপর থাকবে কুবেরের আশীর্বাদ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)