Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- সূর্যগ্রহণ হিন্দু শাস্ত্রে ও জ্যোতিষ শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর চলতি বছর অথাৎ ২০২২ সালে দু’বার সূর্যগ্রহণ হবে। আগামী ৩০ এপ্রিল এই বছরের প্রথম সূর্যগ্রহণ হবে। আবার বছরের শেষের দিকে ২৫ অক্টোবর দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে। বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে আংশিক হবে। এই গ্রহণ দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও আন্টার্কটিকায় দেখা দেবে। যার ফলে বছরের প্রথম সূর্য গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। এই কারণে ভারতে প্রথম সূর্য গ্রহণের সূতক কাল ও ধর্মীয় প্রভাব মান্য হবে না।
আরো পড়ুন :- এই ১০ টি টোটকা আপনার জীবনে এনে দিতে পারে আমূল পরিবর্তন
বছরের প্রথম সূর্য গ্রহণ ভারতীয় সময় ৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে শুরু হবে, শেষ হবে ভোর ৪টা ০৭ মিনিটে। তবে ভারতে এই গ্রহণের কোনও প্রভাব পড়বে না।
তবে এই সূর্য গ্রহণ ভারতে আংশিক হলেও এই সময় কি কি করা উচিত নয় জেনে নিন —
১. গ্রহণের চলাকালীন খাওয়া-দাওয়া বা জলপান করা উচিত নয়। এই সময় বাড়ির সমস্ত খাবার-দাবারে তুলসি পাতা দিয়ে রাখা উচিত।
২. গ্রহণ শুরু হওয়ার আগে নিজেকে শুদ্ধ করে নেওয়া উচিত। গ্রহণ শুরুর আগে স্নান করে নেওয়াকে শুভ মনে করা হয়। তবে এই বারের সূর্য গ্রহণ রাতে শুরু হওয়াতে স্নান না করলেও চলবে। আর ভোর বেলা গ্রহণ শেষ হওয়ায় , ভারতীয় সময় মানুষের ঘুমের মধ্যেই এই গ্রহণ শুরু ও শেষ হবে।
৩. সূর্য গ্রহণের সময় পূজার্চনা বা কোনো শুভ কাজ করতে নেই।
৪. সূর্য গ্রহণে দান করা শুভ। গ্রহণ শেষ হলে বাড়িতে গঙ্গাজল ছেটানো উচিত। তবে এই গ্রহণে আপনি ঘুম থেকে উঠে সকালে বাড়িতে গঙ্গার জল ছেটাতে পারেন।
৫. সূর্য গ্রহণ গ্রহণ শেষের পর ফের স্নান করা উচিত। এর ফলে শুভ ফল লাভ করা যায়।
৬. সূর্য গ্রহণ চলাকালীন নিজের ইষ্ট দেব – দেবীর স্মরণ ও জপ করা উচিত। এতে শুভ ফল লাভ হয়।
আরো পড়ুন :- সোনার গয়না ব্যবহারে বিশেষ কিছু নিয়ম মেনে চললে মিটবে নানা সমস্যা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )