চাকরি ও ব্যবসা সবটাতেই ব্যর্থ ? দেখুন সমস্যা মুক্তির কিছু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- বেকারত্ব সমাজের চিরকালের সমস্যা। করোনা কালে অনেক যুবক-যুবতী বেকার। জন্ম কোষ্ঠিতে দোষের কারণেও অনেক সময় চাকরি পান না যুবক যুবতীরা। কাল সর্প দোষ, মাঙ্গলিক দোষ, নানা নক্ষত্র দোষ চাকরির পথে বাধা সৃষ্টি করতে পাপে। তবে কিছু উপায় রয়েছে যা করলে চাকরিতে আগত বাধা দূর হয়। দেখুন একনজরে ——

আরো পড়ুন :- হাতের তালুতে প্রচুর রেখা থাকার বৈশিষ্ট্য কী ? থাকলে কী করা উচিত জানুন

১. চাকরি লাভের জন্য শনির আরাধনা শুরু করুন। প্রতি শনিবার শনি দেবকে সরষের তেল ও কালো তিল অর্পণ করুন। ওম শং শনৈশ্চরায় নমঃ মন্ত্র জপ করবেন।

niladri misra

 

২. ৭ ধরনের অন্ন মিশিয়ে নিজের ওপর দিয়ে সাত বার ঘুরিয়ে নামিয়ে নিন। সেই অন্ন অল্প অল্প করে প্রতিদিন সকালে পাখীকে খাওয়ান। গ্রহ দোষ শান্ত হয়।

৩. ঠাকুর ঘরে উড়ন্ত বজরংবলীর ছবি লাগান। তাঁর পুজো করলে চাকরির পথে আগত বাধা দূর হতে শুরু করবে।

৪. শনিবার অশ্বত্থ গাছের নীচে তেলের প্রদীপ জ্বালান ও পূর্ব পুরুষদের স্মরণ করুন।

৫. সপ্তাহের যেকোনও দিন জলের কুঁয়োয় সামান্য দুধ ঢেলে দিন, কাউকে জানাবেন না। চাকরি লাভের এটি একটি কার্যকরী উপায়।

৬. প্রতি সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করুন। সাইবার আশীর্বাদে চাকরির পথে আগত বাধা দূর হবে।

job dreaption

৭. প্রতি মাসের প্রথম সোমবার সাদা কাপড়ে সামান্য কালো চাল বেঁধে কালী মন্দিরে গিয়ে তাঁর চরণে অর্পণ করুন। শীঘ্র চাকরি লাভ করতে পারবেন।

৮. চাকরির ইন্টারভিউয়ে বেরোনোর আগে লেবুতে চারটি লবঙ্গ লাগিয়ে ওম হনুমতে নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। নিজের ব্যাগে সেই লেবু ভরে ইন্টারভিউ দিতে যান।

৯. লেবুকে চার টুকরোয় কেটে নিন। সন্ধেবেলা চার মাথা মোড়ে গিয়ে চার দিকে লেবু ফেলে দিন। তার পর পিছন ফিরে না-তাকিয়ে বাড়ি ফিরে আসুন। শুক্লপক্ষের যেকোনও দিন থেকে লাগাতার সাত দিন পর্যন্ত উপায় করলে সমস্ত বাধা দূর হয়। ব্যবসায় বৃদ্ধি সম্ভব।

১০. ৪১ দিন পর্যন্ত বজরংবলীর মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। সম্ভব হলে প্রতিদিন বজরংবলীর পা থেকে সিঁদূর নিয়ে মাথায় লাগান। শীঘ্র চাকরি লাভের যোগ সৃষ্টি হবে।

আরো পড়ুন :- আপনি কি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ? তবে সাথে রাখুন এই তিনটি পাতা

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন