Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- বুধের কোনো উপগ্রহ নেই। এটি সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ ও বিশ্ব ব্রমাণ্ডের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ। এই গ্রহ সূর্যকে প্রতি ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে। জ্যোতিষ শাস্ত্রে এই বুধ গ্রহের প্রভাব গুরুত্বপূর্ণ। কোনো মানুষের জন্মছকে এই গ্রহের প্রভাব থাকলে জীবনে দেখা দিতে পারে আমূল পরিবর্তন। চলুন দেখে নেওয়া যাক জন্মছকে বুধের প্রভাব থাকলে জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে।
আরো পড়ুন :- বাড়ির কোনো শুভ কাজে এই জিনিস গুলো ব্যবহার করবেন না , হতে পারে অমঙ্গল
১. প্রথম জীবনের সকল কিছুতেই অনীহা দেখা দেয়। কোনো কিছুতেই একাগ্রচিত্তে মনোনিবেশ করা যায়না। তবে বয়স বাড়ার সাথে সাথে এর পরিবর্তন আসে।
২. যাদের জন্মছকে বুধের প্রভাব থাকে তারা স্বভাবগত ভাবে খুবই কোমল হয়ে থাকেন কিন্তু বাইরে থেকে দেখলে তাদের কঠোর মনে হয়।
৩. যেই সকল মানুষের জন্মছকের দশম ঘরে বুধের প্রভাব থাকে তারা কোনো কাজ ধারাবাহিক ভাবে করতে পারেন না। তাদের মধ্যে কয়েকদিন পর পরই পেশা পরিবর্তনের প্রবণতা দেখা যায়।
৪. এই গ্রহ ছাত্র – ছাত্রীদের উপর ব্যাপক প্রভাব ফেলে। প্রথম দিকে পড়াশুনোয় খুব একটা উৎসাহ না থাকলেও পরবর্তী কালে জ্ঞান অর্জনের তীব্র আগ্রহ দেখতে পাওয়া যায়।
৫. জন্মছকে বুধের প্রভাব থাকলে তারা খুব কর্মঠ হয়ে থাকেন , কিন্তু কর্মে ইচ্ছে থাকলেও তাদের শরীর সাথ দেয়না। শারীরিক দুর্বলতা তাদের কর্মে ব্যাঘাত ঘটায়।
আরো পড়ুন :- কর্মজীবন , ব্যবসা , প্রেম ,দাম্পত্য , বিদ্যা সকল ক্ষেত্রে সফলতা , এই একটি রত্নেই পাবেন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)