Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- প্রায় সকলেই চায় যে নিজের একটি বাড়ি থাকুক। আর সেই স্বপ্নের বাড়ি তৈরি জন্য অনেকেই তার সারা জীবনের সঞ্চয় ব্যয় করে জমি কেনেন। সেই জমিতে তার স্বপ্নের বাড়ি তৈরির পর বাস্তু দোষের ফলে সংসারের ক্ষতি হয়। আর এই ক্ষতি হোক তা কেউই চান না। আর তার জন্য সতর্ক হন আগে থেকে। আর এই বাস্তু দোষের থেকে মুক্তি পেতে সবার আগে নজড় দিন জমির ওপর। আর তাই বাস্তু শাস্ত্র মেনে জমি কিনুন। আর তা না হলে দেখা দিতে পারে অমঙ্গল। তবে জেনে নিন বাড়ি তৈরির জন্য কেমন জমি কেনা উচিত। আর কোন ধরনের জমি কেনা শুভ, আর কোন ধরনের জমি ডেকে আনতে পারে আপনার পরিবারের জন্য অমঙ্গল।
আরো পড়ুন :- শুক্রের আশীর্বাদে এই রাশির মানুষদের আগামী দু-সপ্তাহ ভালো কাটবে, আসতে পারে সাফল্য
কোন ধরণের জমি কিনবেন না :- এল ( L ) আকৃতির, বৃত্তাকার, ত্রিভুজাকার, অর্ধবৃত্তাকার বা ডিম্বাকৃতির মতো আকৃতির জমির টুকরো কিনবেন না। বাস্তু শাস্ত্র অনুযায়ী এই ধরনের জমি অশুভ। এই প্রকারের জমিতে বাড়ি হলে সংসারে অশান্তি দেখা দিতে পারে।
কোন ধরণের জমি কিনবেন :- সর্বদা আয়তক্ষেত্রাকার বা বর্গাকার অকৃতির প্লট কিনুন। এছাড়াও পট আকৃতির প্লট ( জমি ) কেনা শুভ। এতে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে।
গৌমুখী বা গোমুখী গৃহ নির্মাণের জন্য অত্যন্ত শুভ মনে করা হয়। এতে পরিবারের সুখ শান্তি বজায় থাকে। তাই চেষ্টা করুন পারলে এই আকৃতির জমি কিনুন।
ব্যবসা করার জন্য প্লট কেনার আগে মেনে চলুন বাস্তু মত। ব্যবসার জন্য যদি প্লট কেনা হয় তা সিংহমুখী প্লট হলে ভালো।
কোনো জমি কেনার আগে , সেই জমির অল্প মাটি খনন করে দেখুন। মাটিতে পচনশীল পদার্থের গন্ধ থাকলে এই ধরনের প্লট না কেনাই ভালো। যেই জমিতে পাথর, কাঁটা বা হাড় আছে এমন জমি না কেনাই ভালো। এই প্রকারের জমি অশুভ বলে মনে করা হয়।
আরো পড়ুন :- জীবনে কখনো হবে না প্রেম ভালোবাসার অভাব, জ্যোতিষ শাস্ত্র মতে মেনে চলুন এই নিয়ম
কোনো জমির মাটি খনন করার সময় যদি গোরুর শিং, শঙ্খ, কচ্ছপ, তামা, কাঁকর, ইট পাওয়া যায় সেই জমি শুভ বলে মনে করা হয়। আর এমন জমি কিনলে পরিবারের সদ্যদের জীবনে উন্নতি ঘটে।
বাড়ি তৈরির আগে কোনো জমিতে কাপড়, কয়লা, লোহা, সীসা, সোনা পাওয়া গেলে তা অশুভ মনে করা হয়। এমন জমিতে বাড়ি না করাই ভালো। এ ধরনের জমি অশুভ বলে বিবেচিত হয়।
নতুন জমি কেনার আগে তার আশে পাশের পরিবেশ কেমন তা দেখে নিন। বাস্তু শাস্ত্র মতে, কবর স্থান বা হাসপাতালের পাশের জমি না কেনাই ভালো ভালো। এই ধরনের জমি অশুভ বলে বিবেচিত হয়।
আরো পড়ুন :- সাবধান : শারীরিক অসুস্থতার কারণ হতে পারে বাস্তু দোষ , পরিবারে লেগেই থাকবে রোগ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )