জমি কিনতে মেনে চলুন বাস্তু নিয়ম, নিজের স্বপ্নের বাড়ি তৈরির আগে দেখে নিন বাস্তু নিয়ম

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :-  নতুন বাড়ি তৈরি করার স্বপ্ন সকলের থাকে। অনেকেই নিজের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য সারা জীবনের জমা – পুজি  ব্যয় করে জমি কেনেন । আর সেই স্বপ্নের বাড়ি তৈরির পরে বাস্তু দোষের কারণে সংসারের ক্ষতি হোক, এমনটা কেউই চান না। আর এর জন্য সতর্ক হওয়া উচিত আগে থেকেই। তাই বাড়ি তৈরির আগে নজড় দিন জমির উপর। তাই জমি কেনার আগে বাস্তু মেনে জমি কিনুন। আর তা না হলে দেখা দিতে পারে অমঙ্গল। তবে চলুন জেনে নিন বাড়ি তৈরির জন্য আপনি কেমন জমি কিনবেন। কোন ধরনের জমি শুভ, আর কোন ধরনের জমি ডেকে আনতে পারে অমঙ্গল।

আরো পড়ুন :- জীবনে আর্থিক ভাবে শক্তিশালী হতে চান ? রাশি অনুযায়ী পালন করুন সহজ টিপস

এই কয়েক প্রকারের আকৃতির জমি বাড়ি তৈরির জন্য কিনবেন না। যেমন –  ত্রিভুজাকার, বৃত্তাকার, অর্ধবৃত্তাকার বা ডিম্বাকৃতির জমি কিনবেন না। শাস্ত্র অনুসারে এই ধরনের জমি অশুভ। এই ধরণের জমিতে বাড়ি হলে সংসারে অশান্তি দেখা দিতে পারে।

বাড়ি তৈরির জন্য সর্বদা আয়তক্ষেত্রাকার বা বর্গাকার অকৃতির জমি কিনুন। এতে সংসারে সুখ-শান্তি বজায় থাকে।

গোমুখী জমি গৃহ নির্মাণের জন্য অত্যন্ত শুভ মনে করা হয়। এতে পরিবারের সুখ শান্তি বজায় থাকে। তাই চেষ্টা করুন এই আকৃতির জমি কিনতে।

 

niladri misra

 

অনেকেই নিজের ব্যবসার জন্য জমি কিনে থাকেন। আর ব্যবসার  জন্য প্লট কেনার আগে মেনে চলুন বাস্তু মত। ব্যবসার জন্য প্লট কিনলে তা সিংহমুখী প্লট হলে ভালো। উত্তর এবং পূর্ব মুখী জমি কিনতে পারেন।

বাড়ি তৈরির জন্য জমি কেনার আগে সেখানকার অল্প মাটি খনন করে দেখুন। মাটিতে পচনশীল পদার্থের গন্ধ থাকলে এই ধরনের জমি না কেনাই ভালো। আর যদি ওই জমিতে পাথর, কাঁটা বা  হাড় থাকে তবে সেই জমি না কেনাই ভালো। এই জমি অশুভ মনে করা হয়।

বাড়ি তৈরির সময় মাটি খনন করতে গিয়ে যদি গোরুর শিং, শঙ্খ, কচ্ছপ, তামা, কাঁকর, ইট পাওয়া যায় তা শুভ বলে মনে করা হয়। এমন জমি কিনলে পরিবারের সকল সদ্যদের উন্নতি হবে।

কোনো জমির নিচে কাপড়, কয়লা, লোহা, সীসা, সোনা বা কোনো রত্ন পাওয়া গেলে তা অশুভ মনে করা হয়। এমন জমি না কেনাই ভালো। এ ধরনের জমি অশুভ বলে বিবেচিত হয়।

বাড়ি তৈরির জন্য কোনো নতুন জমি কেনার আগে সেই জমির আশে পাশের কী আছে দেখে নিন। বাস্তু শাস্ত্র মতে, নতুন জমিটি কবর স্থানে বা হাসপাতালের পাশে না হওয়াই ভালো।

আরো পড়ুন :- ঘুম থেকে উঠেই দেখবেন না বেশ কিছু জিনিষ ! আপনার দিনটা ভালো যাবে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন