Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বিবাহ যোগ্য জাতক-জাতিকার বিয়ে হতে বিলম্ব হলে বা বিয়েতে বাধা এলে বাড়ির মানুষের চিন্তার শেষ থাকে না। বিবাহযোগ্য মেয়ে বা ছেলে বাড়িতে রয়েছে, বার বার দেখাশোনা করেও বিয়ে না হওয়ার চিন্তায় অবসান ঘটাতে জ্যোতিষ শাস্ত্রে বেশ কিছু টোটকার কথা বলা হয়েছে। তা পালন করতে পারলে খুব ভাল উপকার পাওয়া যাবে। তবে চলুন এই টোটকা গুলির সমন্ধে দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের
১) বিয়েতে বাধা কাটাতে সোমবার ১০৮টি বেল পাতা এবং যে কোনও সাদা রঙের ফুল দিয়ে মহাদেবের পুজো করুন। পর পর সাতটি সোমবার এই নিয়ম করতে পারলে বিবাহে বাধা দূর হবে। তবে মহাদেবের মাথায় দুধ ঢালকে শুধু কাঁচা দুধ ঢালতে হবে, এই কাঁচা দুধে জল মেশানো যাবে না।
২) প্রতি বৃহস্পতিবার গণেশের সামনে কাঁচা হলুদ অর্পণ করুন।
৩) যাদের বিবাহে বার বার বাধা আসছে, সেই সকল ব্যক্তি মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর একত্রে ছবি রয়েছে এমন ছবির পিছনে একটা কাঁচা হলুদের টুকরো কাগজে মুড়িয়ে লুকিয়ে রাখুন।
৪) প্রতি রবিবার গঙ্গাজলে বা যে কোনও জলে হলুদ মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন।
৫) ক্রমাগত বিয়েতে বাধা এলে প্রতিদিন কপালে হলুদের তিলক করুন।
৬) বাড়ির প্রবেশ দ্বারের সামনে কখনও জুতো রাখতে নেই। শুধু প্রবেশদ্বার নয়, বাড়ির ভিতরের কোনও দরজার সামনে জুতো রাখতে নেই, জুতো দরজার সামনে রাখলে বাড়ির বিবাহযোগ্য ছেলেমেয়েদের বিবাহে বাধা আসে। জুতো দরজা থেকে একটু দূরে বা পাশে সরিয়ে রাখতে হয়।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)