জানুন কুম্ভ লগ্ন ও তার বৈশিষ্ট্য গুলি কি কি

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :- কুম্ভ লগ্নের জাতক গভীর অনুভূতিপ্রবন, এরা খুব একাগ্রতা প্রিয়,একটু খামখেয়ালি,দয়া প্রবন,এদের ইচ্ছাশক্তি খুবই প্রবন,এরা অনেক এদের চাল চলন বা হাবভাবের মধ্যে প্রায় কোন না কোন অসাধারণত্ব লক্ষ‍্য করা যায়। এদের কথাবার্তা সাধারণত খুব মোলায়েম হয়,এরা প্রফুল্ল চিত্ত ও সদানন্দ থাকতে পছন্দ করে।এদের মধ্যে লোককে অনুপ্রেরণা দেয়ার একটা ভাল ক্ষমতা আছে। এরা সমাজে মেশার চেয়ে প্রকৃতিকে বেশি ভালবাসে। এদের মধ্যে বিজ্ঞান,গবেষণা,সাহিত্য ও শিল্পের দিকে বিশেষ ঝোঁক থাকে।

ভালবাসার ক্ষেত্রে এরা যাকে ভালবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালবাসে,এমনকি ভালবাসার জন্য সে তার মাথায় কলংক নিতে রাজি থাকে।

আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন

কুম্ভ লগ্নের জাতকরা বহু বাঁধা বিঘ্নের মধ্যে দাঁড়িয়েও কাজ করার ক্ষমতা রাখে। এরা নির্জনতা ভালবাসে বটে তবে এই নয় যে মানুষকে ভালবাসে না। এরা বন্ধু হিসাবে সাধারণত ভালোই হয়,এরা কোন বিষয়ে বিদ্বেষী হলেও সেটা বেশি দিন টেকে না।
এদের কোন পদ,প্রতিষ্টা ও অর্থ পেতে বেশ বেগ পেতে হয়,তবে এরা এগুলি সবই লাভ করে থাকে।

এরা প্রতিষ্ঠা অর্জন করে নিজের নিষ্ঠা,একাগ্রতা ও কৃতিত্বের ফলে। এদের জীবনে সবচেয়ে বড় সমস্যা হল অনেক প্রচেষ্টা এরা করে যায় কিন্তু অর্থ ভাগ্য অনেক সময় ভাল হয় না,তাই এদের অন্যের উপর নির্ভর করে থাকতে হয়।

যে সমস্ত বিখ্যাত ব্যক্তিত্বরা এই লগ্নে জন্মেছেন তারা হলেন কবি ঈশ্বর গুপ্ত,অক্ষয় কুমার দত্ত,গায়ক জ্ঞানেন্দ্র গোস্বামী প্রমুখ।

এখানে সংক্ষেপে শুধু কুম্ভ লগ্ন সম্মন্ধে বলা হল। হরস্কোপে অন্যান্য বিষয় আলোচ্য।

আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————-

জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি

চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান

বাস্তু , বিবাহ , ব্যবসা ,  শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম ,  গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি ৮ টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন