Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- দুর্গা পুজোর পর সামনেই লক্ষ্মী পুজো ৷ বাংলার ঘরে ঘরে এই পুজো করা হয় ৷ এই বছর কোজাগরী লক্ষ্মী পুজো ৯ অক্টোবর, ২০২২ সকাল ৩:৪১ মিনিট থেকে শুরু হবে। পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন ১০ অক্টোবর ২০২২ সকাল ২:২৫ মিনিটে ৷ কথিত আছে শারদ পূর্ণিমার রাতে অমৃত বর্ষণ হয়, তাই রাতে চাঁদের জোস্নায় খির রাখা হয় ৷ তারপর তা নিবেদন করা হয় লক্ষ্মীকে ৷ যাতে ঘরে কোনও দিন অর্থের অভাব না হয়। যার ফলেই মা লক্ষ্মীকে পুজো করা হয় ৷
আরো পড়ুন :- জীবনের যাবতীয় সমস্যা দূর করতে, বাস্তু মতে বাড়িতে আনুন কিছু জিনিষ
হিন্দু শাস্ত্রজ্ঞরা বলেন, লক্ষ্মী লাভের কিছু উপায় আছে, যা করলে তিনি প্রসন্ন হন এবং তার কৃপা বর্ষণ করেন। লক্ষ্মীপুজোর সময় উত্তর দিকে মুখ করে হলুদ আসনে বসুন। ন’টি তেলের প্রদীপ জ্বালান। এরপর একটি থালায় স্বস্তিক তৈরি করে পুজো করুন। এর ফলে আর্থিক দিক থেকে অলৌকিক ফল পাবেন, এমনটাই মত হিন্দু শাস্ত্রজ্ঞদের ৷ এছাড়া প্রতিদিন পুজোর সময় দেবীর মূর্তির উপরে লবঙ্গ অর্পণ করুন। লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালী পড়ুন এবং ১০৮বার গায়ত্রী মন্ত্র জপ করুন। লক্ষ্মী পুজোর দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে খুবই শুভ ফল পাওয়া যায় ৷ তাই এইদিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করতে পারেন। তবে লক্ষ্মীর পাঁচালী পড়তে ভুলবেন না। আর ১০৮বার গায়ত্রী মন্ত্র জপ করতে পারলে তো খুবই ভালো।
আরো পড়ুন :- লক্ষ্মী পুজোর পরেই অর্থলাভ, বেতনবৃদ্ধির সম্ভাবনা ? দেখুন কোন রাশির তৈরী হচ্ছে বিশেষ রাজযোগ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )