জানুন কোন গাছ গুলোকে হিন্দু ধর্মে পবিত্র বলে মানা হয়

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- হিন্দু ধর্মে গাছকে ও পবিত্র বলে মনে করা হয়। প্রকৃতির সাথে হিন্দু ধর্মের গভীর সংযোগ রয়েছে। হিন্দু ধর্মে গাছ লাগানো পূর্ণের কাজ বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্র মতে এমন কিছু গাছ রয়েছে যার হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে। ওই গাছ মানুষের ও বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসে।

আরো পড়ুন :- কেতুর দোষ কাটাতে এই রত্নের ক্ষমতা অপরিসীম , জানুন এর উপকারিতা

১. অশত্থ গাছ :- হিন্দু শাস্ত্র মতে এই গাছের গোড়া থেকে শুরু করে পাতা পর্যন্ত দেবদেবীর বাস। গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ” হে পার্থ , গাছের মধ্যে আমি অশত্থ “.অশত্থ গাছের প্রতিটি উপাদান , বাকল , শিকড় , ফল ,বীজ , পাতা সবই খুব কার্যকর।

২. বট গাছ :- পৌরাণিক বিশ্বাস অনুসারে ব্রহ্মা , বিষ্ণু , মহেশ্বর এই গাছে বসবাস করেন। বট গাছকে স্বয়ং শিব ও বলা হয় , তাই এই গাছের দর্শনকে স্বয়ং শিবের দর্শনের সাথে তুলনা করা হয়।

niladri misra

৩. তুলসী গাছ :- তুলসী গাছের ঔষধি গুনাগুন আমরা সকলেই জানি। এছাড়া প্রতি পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয়। এমনকি তুলসীর কাঠের মালা ও গলায় ধারণ করা হয়।

৪. নারকেল গাছ :- হিন্দু শাস্ত্রে নারকেল অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই ফলকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই কারণেই ম্যার্কেলকে শ্রীফল বলা হয়ে থাকে। পুজোর ঘটে নারকেলের ডাব দেওয়া হয়।

৫. কলা গাছ :- হিন্দু শাস্ত্রে এই গাছের গুরুত্ব অপরিসীম। কলা গাছ , কলা পাতা ও কলা পুজোতে লাগে। প্রতিটি পুজোতে কলা লেগে  থাকে। ভগবান বিষ্ণু ও দেবী লক্ষীর পুজোতে এই গাছ আবশ্যক।

আরো পড়ুন :- মহাদেবের কৃপাদৃষ্টি পেতে বাড়িতে পালন করুন এই নিয়ম গুলি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় , অগ্রিম বুকিং আবশ্যক  )

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন