Bangla News Dunia , পণ্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- রুদ্রাক্ষ এক খুবই উপকারী জিনিস। জ্যোতিষশাস্ত্র মতে, আমাদের জীবনে প্রধানত নয়টি গ্রহের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। বিভিন্ন গ্রহ শুভ প্রভাবে যেমন শুভফল লাভ হয়, তেমনই অশুভ প্রভাবে অশুভ ফলও লাভ হয়। গ্রহের শুভ বা অশুভ ফল দান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। অশুভ ফলদাতা গ্রহের অশুভত্ব নাশ করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রতিকার করা হয়।
আরো পড়ুন :- মীন রাশিতে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ, এই ৩ রাশির মানুষদের হাতে আসবে টাকা
যেমন, বিভিন্ন প্রকার গ্রহরত্ন ধারণ, ধাতু ধারণ, গ্রহ-মূল ধারণ, বিভিন্ন প্রকার দান, মন্ত্র-তন্ত্র ইত্যাদি। এই প্রতিকারগুলি মধ্যে গ্রহের রত্ন ধারণ বহুল প্রচলিত। কিন্তু রত্ন ধারণ ব্যয়সাপেক্ষ। সকলেই যে রত্ন ধারণ করতে পারেন তা নয়। ফলে রত্নের বিকল্প হিসাবে গ্রহ-মূলও ধারণ করার প্রচলন আছে। যা অনেকেই ধারণ করে থাকেন। তবে রত্ন ধারণ না করতে পারলে রত্নের বিকল্প হিসাবে রুদ্রাক্ষ ধারণও খুবই ফলদায়ী হতে পারে, যদি সঠিক গ্রহের জন্য সঠিক রুদ্রাক্ষ ধারণ করা যায়। তবে চলুন দেখে নেওয়া যাক কোন গ্রহের জন্য কোন রুদ্রাক্ষ সুফল দান করবে? কোন গ্রহরত্নের বিকল্পে হিসাবে কোন রুদ্রাক্ষ ধারণে সুফল লাভ হবে ?
১. রবির জন্য, চুনির বিকল্পে একমুখী রুদ্রাক্ষ।
২. চন্দ্রের জন্য, মুক্তার বিকল্পে দ্বিমুখী রুদ্রাক্ষ।
৩. মঙ্গলের জন্য, লাল প্রবালের বিকল্পে ত্রিমুখী রুদ্রাক্ষ।
৪. বুধের জন্য, পান্নার বিকল্পে চারমুখী রুদ্রাক্ষ।
৫. বৃহস্পতির জন্য, পোখরাজের বিকল্পে পাঁচমুখী রুদ্রাক্ষ।
৬. শুক্রের জন্য, হিরের বিকল্পে ছয়মুখী রুদ্রাক্ষ।
৭. শনির জন্য, নীলার বিকল্পে সাতমুখী রুদ্রাক্ষ।
৮. রাহুর জন্য, গোমেদের বিকল্পে আটমুখী রুদ্রাক্ষ।
৯. কেতুর জন্য, ক্যাটস আই-এর বিকল্পে নয়মুখী রুদ্রাক্ষ।
তবে এই রত্নের পরিবর্তে রুদ্রাক্ষ ধারণের সময় অবশ্যই লক্ষ রাখতে হবে, এই রুদ্রাক্ষ যেন আসল ও নিখুঁত হয় এবং তার গুণগত মান যেন ভাল হয়।
আরো পড়ুন :- শনিবার ভগবান শনিদেবের পুজো করলে বিশেষ লাভবান হবেন এই রাশির মানুষরা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )