Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আমরা সকলে একে অপরের থেকে আলাদা। কেউ শান্ত, কেউ উদ্ধত, কেউ চঞ্চল তো কেউ আবার ধূর্ত। কেউ খোলা মনের তো কেউ চাপা স্বভাবের। জ্যোতিষ শাস্ত্র মতে, এমন চারটি রাশি রয়েছে যেই রাশির মানুষরা রহস্যময় ও চাপা স্বভাবের হয়ে থাকে। এরা নিজের মনের কথা নিজের সঙ্গীকেও জানতে দেন না । তবে দেখে নিন এই চার রাশি কি কি ?
আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের
মেষ রাশি :- রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। মেষ রাশির ছেলে মেয়েরা স্পষ্টভাষী স্বভাবের হন। এরা আবার একটু কঠোর মনের ও সাহসী স্বভাবের হয়ে থাকেন। এই রাশির বেশির ভাগ ছেলে মেয়েরা মনের কথা মনেই রাখেন। এরা খুব বড় বিপদে না পড়লে নিজের মনের কথা কাউকে জানান না। এই রাশির ছেলে মেয়েদের রহস্যজনক চরিত্র হয়।
কর্কট রাশি :- রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা চাপা স্বভাবের হয়ে থাকে। এরা নিজের কথা কাউকে বলে সেই ব্যাক্তিকে বিরক্ত করতে পছন্দ করেন না। এরা নিজের খারাপ-ভালো সব কিছু গোপন রাখতে পছন্দ করেন। এরই সাথে এরা একটু নীরব থাকতে পছন্দ করেন। এমনকী নিজের জীবন সঙ্গীকেও সব কথা খুলে বলেন না।
বৃশ্চিক রাশি :- রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। বাকি দুই রাশির সঙ্গে এদের মিল থাকে বিস্তর। এরা নিজের মনের অনুভূতি সব সময় গোপন করেন। এই রাশির ছেলে মেয়েরা নিজের মনের কথা কাউকে জানতে দেন না। এরা সংবেদনশীল স্বভাবের হয়ে থাকেন। এরা আবার সব বিষয় গোপনীয়তা রক্ষা করতে পছন্দ করেন।
মকর রাশি :- রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। কঠিন মনের মানুষ হন এই রাশির মানুষরা। বাস্তবকে সহজে মেনে নিতে পারেন মকর রাশি মানুষরা। এই রাশির ছেলে মেয়েদের নিজের আবেগের ওপর বিস্তর নিয়ন্ত্রণ থাকে। তাই এদের বোঝা একটু কঠিন। এরা কাউকে নিজের অনুভূতির কথা বলতে চান না। এরা সকলের থেকে আলাদা স্বভাবের হয়ে থাকেন।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)