Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আমরা সকলেই চাই আমাদের গৃহে সর্বদা মা লক্ষ্মীর কৃপা বজায় থাকুক। যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, সেখানে কখনও ধনসম্পত্তি, অন্ন-বস্ত্রের অভাব হয় না। তাই যাঁর উপর মা লক্ষ্মী সন্তুষ্ট হন, তিনি খুবই ভাগ্যশালী। মা লক্ষ্মীর কৃপা পেতে জ্যোতিষ শাস্ত্রে বিশেষ কয়েকটি নিয়মের কথা বলা আছে। এছাড়া বিশেষ কয়েকটি সঙ্কেতের উল্লেখ আছে, যা দেখে আপনি বুঝতে পারবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর রয়েছে কি না।
আরো পড়ুন :- এই মহাশিবরাত্রিতে কালসর্প দোষ থেকে মুক্তি পান এই সহজ প্রতিকারের মাধ্যমে
তবে দেখে নিন সঙ্কেতগুলি কী কী :-
১) পেঁচা হল মা লক্ষ্মীর বাহন। পেঁচা মা লক্ষ্মীর খুব প্রিয়। তাই কোনো বাড়িতে যদি পেঁচা এসে বসে, তা হলে বুঝতে হবে সেই বাড়ির উন্নতি দ্বিগুণ হতে চলেছে। এছাড়া বাড়ির আশপাশেও যদি পেঁচা দেখা যায়, তা-ও অত্যন্ত শুভ সঙ্কেত বলে মনে করা হয়।
২) সাপের নামে আমরা সকলেই ভয় পাই। কিন্তু কোনো বাড়িতে যদি সাপ দেখা যায়, তাও অত্যন্ত শুভ সঙ্কেত বলে মনে করা হয়। এক্ষেত্রে মা লক্ষ্মীর আশীর্বাদে সেই বাড়িতে ভাল কিছু ঘটার সম্ভাবনা থাকে।
৩) প্রতিদিন নিত্যদেবতার পুজোর সময়ে প্রায় সব বাড়িতেই শাঁখ বাজানো হয়। বাড়িতে শাঁখ বাজানো অত্যন্ত ভাল। কিন্তু যদি কোনো ভাবে অন্যের বাড়ির শাঁখের আওয়াজ আপনার কানে আসে, তা হলে বুঝবেন আপনার সুখের দিন খুব শীঘ্রই আসতে চলেছে।
৪) সকাল সকাল অনেকেই বাড়িতে ঝাঁট দেন, কারণ বাড়ি পরিষ্কার রাখতে। সকালবেলা যদি অন্য কারও বাড়ির ঝাঁট দেওয়া আপনার নজরে আসে, তা হলে তা আপনার জন্য খুবই ভাল। পরিষ্কার-পরিচ্ছন্নতা মা লক্ষ্মীর খুবই প্রিয়। তাই ঝাঁট দেওয়ার দৃশ্য দেখা খুবই ভাল বলে মনে করা হয়।
৫) এছাড়া সকালবেলা সবার প্রথমে দুধের কোনো জিনিস দেখা খুবই শুভ লক্ষণ বলে মানা হয়।
আরো পড়ুন :- ৩০ বছর পর শিবরাত্রিতে দুর্লভ যোগ ! জানুন অর্থ থেকে প্রেমে জোয়ার আসবে কোন কোন রাশির ?
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)