Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- অনেকরই মনের ইচ্ছে থাকে শরীরে রুদ্রাক্ষু ধারণ করার। কিন্তু এই রুদ্রাক্ষু ধারণ করার পূর্বে কিছু নিয়ম মেনে তা ধারণ করাই শ্রেয়। আমাদের রুদ্রাক্ষের কথা মাথায় আসলেই মহাদেবের কথা মাথায় আসে। কারণ ত্রিলোকেস্বর মহাদেবের আধার হলো এই রুদ্রাক্ষু। মহাদেবের রুদ্রমূর্তি ধারণে শক্তি কেন্দ্রের প্রমুখ হলো পঞ্চমুখী রুদ্রাক্ষ।
আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সহজেই যে কোনো পাপ নষ্ট হয়ে যায় , এর জন্য একে পাপ নাশক বলা হয়ে থাকে। এই পঞ্চমুখী রুদ্রাক্ষ মানুষকে শান্তি ও সুখ দেয়। তবে এই রুদ্রাক্ষের উপকারিতা পেতে গেলে সঠিক নিয়ম মেনে তা ধারণ করা দরকার। চলুন দেখে নেওয়া যাক পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের সঠিক নিয়ম –
১. মাসের যে কোনো সোমবার পঞ্চমুখী রুদ্রাক্ষ গঙ্গারজলে শোধন করে লাল সুতোতে ধারণ করবেন।
২. এই পঞ্চমুখী রুদ্রাক্ষ এক সাথে তিনটি ধারণ করবেন তবেই তার উপকারিতা। পাবেন।
৩. এই রুদ্রাক্ষ সকলের ধারণ করেনা , যাদের এই রুদ্রাক্ষ ধারণের পর বিভিন্ন সমস্যা আসবে তারা খুলে ফেলবেন। আগের জন্মে পূর্ণ থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা যায়। এছাড়া মহাদেবের কৃপা থাকলেই এই রুদ্রাক্ষ ধারণ করা যায়।
৪. এই রুদ্রাক্ষ ধারণ করার ফলে মানুষের ভাবমূর্তি পরিবর্তন হয়। অথাৎ আপনার মধ্যে পরিবর্তন লক্ষ করা যাবে।
৫. এই পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করার ফলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন।
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )