Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- ঘুমের মধ্যে স্বপ্ন আমরা সকলেই কম বেশি দেখি। আমরা কখনো ভালো স্বপ্ন দেখি আবার কখনো খারাপ স্বপ্ন দেখি। আমরা যেই স্বপ্ন দেখি তার বেশিরভাগ স্বপ্নই আমাদের জীবনের সাথে জড়িত থাকে এবং এই স্বপ্নের কিছু মানেও থাকে । জ্যোতিষ মতে বিশ্বাস করা হয় যে আমলকি , বাদাম , পেয়ারা , আপেলে এই ফল গুলি যদি আপনি স্বপ্নে দেখেন তবে আপনার জীবনে কোনো ভালো পরিবর্তন ঘটতে চলেছে।
আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
১. আপনি যদি স্বপ্নে দেখেন আপনি আমলকি খাচ্ছেন তবে তার অর্থ হল শীঘ্রই আপনার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে।
২. স্বপ্নে যদি বাদাম দেখেন তবে একে শুভ বলে মনে করা হয়। মনে করা হয় আপনি সামনের দিনে সুখ অনুভব করবেন।
৩. স্বপ্নে পেয়ারা খেতে দেখলে ,একে অর্থ উপার্জনের লক্ষণ হিসাবে ধরা হয়। তাই স্বপ্নে পেয়ারা খাওয়া দেখলে শুভ মনে করা হয়।
৪. কোনো ব্যাক্তি যদি স্বপ্নের মধ্যে আপেল দেখেন তবে এর অর্থ হলো আপনি খুব শীঘ্রই ব্যবসায় উন্নতি লাভ করতে চলেছেন অথবা চাকরি পেতে চলেছেন। আর মহিলারা যদি স্বপ্নে আপেল দেখেন তবে মনে করা হয় , তিনি খুব তাড়াতাড়ি সন্তান সুখ পেতে চলেছেন।
এছাড়া আপনি যদি স্বপ্নে কলা দেখে থাকেন তবে তা অশুভ বলে মনে করা হয়। বিবাহিত ব্যাক্তিরা স্বপ্নে কলা দেখলে তাদের বৈবাহিক জীবনে বিপদের আশংকা থাকে।
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )