জানুন , বাংলা নববর্ষে কোন রাশির জন্য কোন রত্ন হবে শুভ

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :-  প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু সমস্যা রয়েছে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ রত্ন , তাবিজ বা গাছ – গাছড়া ধারণ করে থাকেন। কিন্তু এদের মধ্যে রত্ন সর্বপেক্ষা উপকারী। কারণ রত্নের আলাদাই একটি মাহাত্ম রয়েছে। প্রতিটি মানুষ যদি তার গ্রহ ও নক্ষেত্রের অবস্থান অনুযায়ী রত্ন ধারণ করেন তবে ফিরতে পারে ভাগ্য।

আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্রের এই নিয়ম মেনে , নতুন বছরে জীবনে আনুন আর্থিক উন্নতি

তবে এছাড়াও রত্ন ধারনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা উচিত। আর তা না হলে রত্ন ধারনের উপযুক্ত ফল পাওয়া যায় না। চলুন দেখে নেওয়া যাক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই নববর্ষে কোন রাশির মানুষরা কোন রত্ন ধারণ করলে শুভ ফল পাবেন।

১. এই নববর্ষে মেষ রাশির জন্য শুভ রত্ন হলো হীরে।

২. এই নববর্ষে বৃষ রাশির জন্য শুভ রত্ন হলো পান্না।

৩. এই নববর্ষে মিথুন রাশি মুক্ত ধারণ করলে শুভ ফল পাবেন।

৪. এই নববর্ষে কর্কট রাশির জন্য শুভ রত্ন হলো চুনী।

৫. এই নববর্ষে সিংহ রাশি গোমেদ ধারণ করলে শুভ ফল পাবেন।

৬. এই নববর্ষে কন্যা রাশি মুক্ত ধারণ করলে শুভ ফল লাভ করবেন।

৭. এই নববর্ষে তুলা রাশির জন্য শুভ রত্ন হলো ওপ্যাল বা গিরিব্রজ রত্ন।

৮. এই নববর্ষে বৃশ্চিক রাশি পোখরাজ ধারণ করলে শুভ ফল পাবেন।

৯. এই নববর্ষে ধনু রাশি ফিরোজা ধারণ করলে শুভ ফল পাবেন।

১০. এই নববর্ষে মকর রাশি তামড়ি  ধারণ করলে শুভ ফল পাবেন।

১১. এই নববর্ষে কুম্ভ রাশির জন্য শুভ রত্ন হলো ফিরোজ।

১২. এই নববর্ষে মীন রাশির জন্য শুভ রত্ন হলো পদ্ম নীলা।

আরো পড়ুন :- টোটকা : একটি আয়না বদলাতে পারে আপনার ভাগ্য

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য 

কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ ,  শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা ,  কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ

ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন