জানুন বৃষভ লগ্নের জাতক জাতিকারা সাধারণত কি স্বভাবের হয়ে থাকেন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :- বৃষভ লগ্নের জাতকরা খুব একনিষ্ট হয়,সহ্য ক্ষমতা ভাল হয়,দৃঢ় প্রতিজ্ঞ স্বভাবের হয়। এরা নিজের মতকে বেশি গুরুত্ব দেন। নিজের কাছে যেটা ঠিক সে সেটাই মানে, নিজের মতের সাথে না মিললে সে চট করে ওপরের পরামর্শ নেন না।
বৃষভ এর জাতকদের একগুঁয়েমি এবং গোড়ামি খুব বেশি লক্ষ করা যায়। তিনি এমনিতে শান্ত কিন্তু একবার রেগে গেলে কাউকে ছেড়ে কথা বলার পাত্র নন। বৃষভ এর ইচ্ছা শক্তি অত্যন্ত দৃঢ় তিনি নীরব এবং অপরিবর্তনীয়।

বৃষভ এর ব্যাক্তিদের আরাম প্রিয়,ভোগী এবং এরা সুখ সুবিধার দিকে বেশি লক্ষ্য রাখে। অর্থ ও সম্পত্তির দিকে তিনি খুব সাবধানী। নিজে বেশি আত্ম কেন্দ্রিক হওয়ার জন্য এবং কারো পরামর্শ না নেয়ার জন্য অনেক সময় জাতককে নানা বিবাদে পড়তে হয়।

আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন

বৃষভ লগ্নের জাতকরা ভালবাসার কাঙ্গাল হয়। সে যেখানে ভালবাসা পায় সেখানে ছোটে। তার একটা সময় মনে হয় সে সবার ভালবাসা থেকে বঞ্চিত। বৃষভ এর জাতকরা সুন্দর ও শুভ্র জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। এদের প্রেমজ জীবন অনেক সময় সুখের হয় না। এবং বিবাহিত জীবন ভাল মন্দ মিলিয়ে কাটে।

বৃষভ রাশি শুক্রের ঋনাত্মক রাশি ও চন্দ্রের উচ্চ স্থান হওয়ায় এরা কল্পনা বিলাসী,রূপলাবন‍্য,সৌন্দর্য্য প্রিয় হয়। এরা সংগীত,চিত্রকলা,রূপ সৃষ্টি,ভালবাসা,স্নেহ,মায়া মমতা প্রিয় হয়।

বৃষভ রাশির জাতকদের অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু তাদের সহ্য করার ক্ষমতা খুব বেশি অনেক কষ্ট পেলেও এরা সহজে ভেঙে পড়ে না। তবে একগুঁয়ে বেশি হওয়ার জন্য এবং অন্যের না মানার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় বন্ধুর সাহচর্য ভাল হয় না। ইত্যাদি।

আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————–

জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি

চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান
ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি 8 টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন