Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- জ্যোতিষ শাস্ত্র মতে , কোনো মানুষের রাশি দেখে তাঁর ব্যাক্তিত্ব সম্পর্কে বলে দেওয়া সম্বভ হয়। ঠিক একই ভাবে কোনো ব্যাক্তির আচরণ ও বৈশিষ্ট নির্ভর করে জন্ম সময় , কাল ও মাসের উপর। জ্যোতিষ মতে ,এমন চারটি রাশি আছে যাঁদের বয়স বাড়লেও তাদের মধ্যে শিশু সুলভ আচরণ থেকে যায়। ফলে এরা জীবনে যখন সত্যের বা কঠিন সমস্যার মুখোমুখি হন তখন তারা ভেঙে পড়েন। তবে চলুন এই চারটি রাশি সমন্ধে জেনে নেওয়া যাক।
আরো পড়ুন :- টোটকা : একটি আয়না বদলাতে পারে আপনার ভাগ্য
১. কর্কট রাশি :- এই রাশির মানুষরা বাছাই করে বন্ধু তৈরী করেন। তবে এরা নিজের বন্ধুদের সর্বদা বিপদ থেকে উদ্ধার পেতে সাহায্য করেন। এরা ছোট বাচ্চাদের মত রাগ করেন আবার মতের অমিল হলে মন খারাপ ও করেন। যাদের মধ্যে শিশু সুলভ আচরণ বড় হলেও থেকেই যায়।
২. মেষ রাশি :- এই রাশির মানুষরা সাহসী হয়ে থাকেন। এরা খুব দ্রুত বন্ধুত্ব করে থাকেন। এরা বাচ্চাদের মত খুব দ্রুত রেগে যান। এরা এমন কিছু আচরণ করে যা অপরিণত বয়সের মত।
৩. মীন রাশি :- এই রাশির -জাতক জাতিকারা অত্যান্ত আবেগপ্রবণ হয়ে থাকে। এরা নিজের ভাবনার জগতে বসবাস করতে পছন্দ করেন। এরা কথায় কথায় বাচ্চাদের মত কেঁদে ফেলেন। এরা অত্যান্ত বাস্তববাদী হয়ে থাকেন। এদের মধ্যে বয়স বাড়লেও শিশু সুলভ আচরণ থেকে যায়।
৪. মিথুন :- এই রাশির জাতক – জাতিকারা জীবনের গুরুত্বপূর্ণ বিষয় গুলি নিয়ে একে বারেই সিরিয়াস নয়। এরা আড্ডা দিতে প্রস্তুত থাকে। এরা মনের দিক থেকে চির যৌবন থাকেন , তা যতই বয়স বাড়ুক। এরা সহজে ঝামেলায় জড়াতে চায় না।
আরো পড়ুন :- আর্থিক ও যেকোনো সমস্যার সমাধানে ঘোড়ার খুরের নাল কাজ করে ম্যাজিকের মতো
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)