জানুন ভগবান কৃষ্ণের জন্মাষ্টমিতে ৫৬ ভোগ নিবেদন করা হয় কেন ?

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia , দীনেশ দেব :- ভগবান কৃষ্ণ হলেন শ্রীবিষ্ণুর অষ্টম অবতার। তিনি এই মত্তে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে আবির্ভূত হন । ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের দিনটি বিশেষ ভাবে পালন করেন কৃষ্ণ ভক্তেরা। জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের ছেলেবেলার রূপ গোপালের আরাধনা করা হয় । আর গোপালকে তুষ্ট করতে নানা ধরনের খাবারের আয়োজন করা হয় এদিন। ফলে কয়েক শতাব্দী ধরেই  জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে ৫৬ ভোগ নিবেদন করার প্রথা চলে আসছে।

তবে এই ৫৬ ভোগ দেবার পিছনে এক কাহিনী রয়েছে। কেন এইদিন ভগবান শ্রীকৃষ্ণকে ৫৬ ভোগ দেওয়া হয়। গোকূলে যখন ছোট্ট শ্রীকৃষ্ণ বাস করতেন তখন তার মাতা যশোদা তাকে দিনে ৮ বার খাওয়াতেন।

আরো পড়ুন :- কখন করবেন জন্মাষ্টমীর পূজো ? জানুন সম্পূর্ণ নির্ঘণ্ট

একবার গোকুলবাসি ভালো বৃষ্টির জন্য দেবরাজ ইন্দ্রকে তুষ্ট করতে খুব বড় করে ইন্দ্র পুজোর আয়োজন করেন। তাদের মত ভগবান ইন্দ্র এই পুজোর ফলে খুশি হয়ে ভালো বৃষ্টি দেবে এবং বৃষ্টি ভালো হলে ফসল ভালো হবে। তখন বালক কৃষ্ণ তাঁদের বলেন, ‘ভালো বৃষ্টি করানো ইন্দ্রের কাজ, তার জন্য তাঁর পুজো কেন করতে হবে? শ্রীকৃষ্ণ বলেন  পুজো করতে হলে গোবর্ধন পর্বতের পুজো করা উচিত, কারণ এই পর্বত ফলমূল শাকসবজি দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে।’

avilo home

আর কৃষ্ণের এই কথা শুনে সকল গোকুলবাসী শ্রীকৃষ্ণের সাথে একমত হন। ফলে ইন্দ্রের বদলে গোবর্ধন পর্বতের পূজা করতে শুরু করেন। আর এরই ফলে ভগবান ইন্দ্র ক্ষিপ্ত হয়ে প্রবল বৃষ্টি দেন। এই বৃষ্টির ফলে সবকিছু ভেসে যায়। তখন ছোট্ট কৃষ্ণ তাঁর আঙুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে নেন। সেই পর্বতের নীচে বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নেন সমস্ত গোকূলবাসী। টানা ৭ দিন কিছু না খেয়ে গোবর্ধন পর্বত নিজের আঙুলের ডগায় তুলে রাখেন কৃষ্ণ।

আরো পড়ুন :- নিজের অজান্তেই জন্মছকে মঙ্গলের সমস্যা জীবনকে করে তোলে দুর্বিসহ , খুব সহজেই পান এর থেকে মুক্তি

সাত দিন পর অষ্টম দিনে নিজের ভুল বুঝতে পারেন ইন্দ্র। তখন তিনি বৃষ্টি থামান। তার পর ভগবান কৃষ্ণ গোবর্ধন পর্বতকে নিজের জাগায় রাখেন। টানা সাত দিন কিছু খাননি কৃষ্ণ। ফলে গোকূলবাসী ঠিক করেন তার জন্য ধুমধাম করে খাবার ব্যবস্থা করবেন। কারণ টানা সাতদিন না খেয়ে নিজের আঙুলে গোবর্ধন পর্বতকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন কৃষ্ণ। গোকূলবাসী ঠিক করেন দিনে আট বার করে খাদ্য গ্রহণ ধরে সাত দিনের হিসেবে তাঁর জন্য ৫৬ রকম পদ তৈরি করবেন , কারণ কৃষ্ণ দিতে আটবার খেতেন। এই ৫৬ রকমের পদই ৫৬ ভোগ নামে পরিচিত হয়।

আরো পড়ুন :– জীবন সংগ্রামে জয়ী হতে এই নিয়মে ঘরে রাখুন তুলসী পাতা

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- সম্পত্তি বৃদ্ধি পেতে ও বিভিন্ন রোগ ও দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে বালিশের মধ্যে রাখুন এই জিনিস

Bangla news dunia Desk

মন্তব্য করুন