Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :- মকর লগ্নের জাতকদের মধ্যে সন্দেহ ও দুঃখ ভাব প্রায় লক্ষ্য করা যায়। অনেক সময় দেখা যায় এরা সুখ থেকে বঞ্চিত,তবে এরা উচ্চাকাঙ্খী হয় অনেক বড় বড় কাজ এরা করে থাকে। এরা একটু করা মেজাজের হয় এবং কথা বার্তায় স্পষ্ট ও রাফ ভাব লক্ষ্য করা যায়।
এরা অনেক ভাষায় পারদর্শী হলেও অপরিচিত ব্যাক্তিদের সামনে এরা নির্বাক ও গম্ভীর থাকে,তবে পরিচিতের কাছে এরা বাকপটু। এদের কথাবার্তায় যুক্তি কম জোর বেশি থাকে। মকর লগ্নের জাতকদের মধ্যে লেগে থাকার একটা ব্যাপার থাকে এরা সহজে ছেড়ে দেয় না। অনেক সময় এদের মধ্যে কলহ প্রিয়তা লক্ষ্য করা যায় এবং এরা সহজে শত্রুকে ক্ষমা করতে পারে না।
আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন
এরা যেকোন কাজ হিসাব করে ও সাবধানে করতে চায় তবে এদের যখন কোন কাজের প্রতি ঝোঁক চাপে তখন এরা বেহিসাবি এরা ভাল মন্দ না বুঝে কাজের শেষ দেখতে চায়।
এরা একটু বৃদ্ধ ভাবাপন্ন হতে পারে। এদের স্নেহ ও প্রীতির মধ্যে আন্তরিকতা থাকে বটে তবে অনেক সময় তা দীর্ঘ স্থায়ী নয়। এরা নিজ বুদ্ধি ও বিচারের সাহায্যেই অর্থ উপার্জন করে থাকে। মাঝে সাঝে বন্ধু ও ফাটকায় অর্থ প্রাপ্তি হয়ে থাকে।
অনেক সময় দেখা যায় এদের পিতা ও মাতার থেকে সমস্যা আসে বিশেষত দাম্পত্য জীবনে। এদের ও সাধারণত পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানের আধিক্য বেশি থাকে। এদের বিবাহিত জীবন অনেক সময় বিশেষ সুখের হয় না।
এরা যত কর্মে উন্নতি করে লোক হিংসার কবলে পড়ে সেটা নিজ লোক বা পর লোক যে কেউ হোক না কেন। এরা যত খ্যাতি লাভ করে এদের শত্রু ও প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যায়।
যে সব ব্যাক্তিরা এই লগ্নে জন্মেছেন তারা হলেন ছত্রপতি শিবাজী,বিখ্যাত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র প্রমুখ।
( এখানে শুধু মকর লগ্নের সাধারণ বৈশিষ্ট্য দেয়া হল,যেকোন চার্টের পুর বিষয় বিশেষ ভাবে দেখা উচিত)
আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
———————————————————————–
জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি
চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান
বাস্তু , বিবাহ , ব্যবসা , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি ৮ টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)