Bangla News Dunia , পণ্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- পুরাণ অনুযায়ী শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি। শাস্ত্র মতে শিবকে প্রসন্ন করার সহজ উপায় হল মহাশিবরাত্রি তিথিতে রুদ্রাক্ষ ধারণ করা। শাস্ত্রে মোট ১৪ ধরনের রুদ্রাক্ষের উল্লেখ পাওয়া যায়। প্রতিটি রুদ্রাক্ষের বিশেষ মাহাত্ম্য ও উপকারিতা রয়েছে। মহাশিবরাত্রিতে কোন মনস্কামনা পূরণের জন্য কোন রুদ্রাক্ষ ধারণ করবেন, তা জেনে নিন।
আরো পড়ুন :- মহাশিবরাত্রিতে ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! জানুন সেই সকল রাশি সম্পর্কে
এক মুখী রুদ্রাক্ষ- এটি শিবের সবচেয়ে প্রভাবশালী রুদ্রাক্ষ। এটি ধারণ করলে শিবের পাশাপাশি সূর্যের আশীর্বাদও পাওয়া যায়।
দ্বিমুখী রুদ্রাক্ষ- অর্ধনারীশ্বরের প্রতীক এই রুদ্রাক্ষ। এটি ধারণ করলে গৃহস্থ জীবনের সমস্ত সমস্যা দূর হবে।
তিনমুখী রুদ্রাক্ষ- অগ্নির প্রতীক এটি। নানা ফল লাভে সহায়ক এই রুদ্রাক্ষ।
চার মুখী রুদ্রাক্ষ- এটি ব্রহ্মার প্রতীক। যা ধারণ করলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ করা যায়।
পাঁচ মুখী রুদ্রাক্ষ- কালনাগিনী স্বরূপ এটি। মুক্তি প্রদান করে পাঁচ মুখী রুদ্রাক্ষ।
ছয় মুখী রুদ্রাক্ষ- কার্তিকেয়র স্বরূপ এই রুদ্রাক্ষ। পড়ুয়াদের জন্য বিশেষ লাভজনক।
সাত মুখী রুদ্রাক্ষ- এটি অনঙ্গ স্বরূপ। লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন।
আট মুখী রুদ্রাক্ষ- ভৈরবের প্রতীক আট মুখী রুদ্রাক্ষ। এটি ধারণ করলে অকাল মৃত্যুর ভয় দূর হয়।
নয় মুখী রুদ্রাক্ষ- ৯ দেবীর প্রতীক এই রুদ্রাক্ষ। এটি ধারণ করলে ৯ দেবীর আশীর্বাদ পাওয়া যায় ।
দশ মুখী রুদ্রাক্ষ- বিষ্ণুর প্রতীক এই রুদ্রাক্ষ। তাই নারায়ণের আশীর্বাদ লাভের জন্য মহাশিবরাত্রি তিথিতে দশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন।
এগারো মুখী রুদ্রাক্ষ- রুদ্রের স্বরূপ এটি। জয় লাভের জন্য এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত।
বারো মুখী রুদ্রাক্ষ- রাজনীতিতে সাফল্য লাভের জন্য সূর্যের প্রতীক এই বারো মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন।
তেরো মুখী রুদ্রাক্ষ- কামদেবের স্বরূপ ১৩ মুখী রুদ্রাক্ষ, যা ধারণ করলে ব্যক্তির আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়।
চোদ্দ মুখী রুদ্রাক্ষ- বজরংবলীর স্বরূপ মনে করা হয় ১৪ মুখী রুদ্রাক্ষকে। এই রুদ্রাক্ষ ধারণ করলে বজরংবলীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। ব্যক্তির সাহস বৃদ্ধি হয়।
আরো পড়ুন :- দ্রুত ভাগ্য বদলাতে চান ? মেনে চলুন কিছু সহজ জ্যোতিষ টিপস
আরো পড়ুন :- তৈরি হয়েছে নবপঞ্চম রাজযোগ ! লাভবান হবে বেশ কিছু রাশি
আরো পড়ুন :- চাকরি থেকে ব্যবসা, ২০২৩ সালে এই রাশির মানুষদের সৌভাগ্যের শিকড় ছিড়বে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )