Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- সকলেই চায় সে যেন এই জীবনে কোনো দিন আইনি জটিলতায় জড়িয়ে না পড়েন। কারণ যায়নি জটিলতায় জড়িয়ে পড়লে দুর্বিসহ হয়ে ওঠে জীবন। জ্যোতিষ শাস্ত্র মতে , রাশি ও লগ্নের প্রভাবে মানুষকে এই সমস্যার সমুখীন হতে হয়। জ্যোতিষ মতে , কেতুর দশা ও শনি ও মঙ্গলের অন্তদশা থাকলে মানুষ আইনি জটিলতায় পরে যান। যার ফলেই জীবন দুর্বিসহ হয়ে ওঠে। মানুষের রাশিতে গ্রহ ও নক্ষত্রের অবস্থানের ফলে বিভিন্ন দশার সৃষ্টি হয় , যা কোনো সময় ভালো ফল দেয় আবার কোনো সময় খারাপ ফল দেয়। চলুন দেখে নেওয়া যাক মানুষ কোন সময় আইনি সমস্যায় জড়িয়ে পড়েন।
আরো পড়ুন :- বাংলা নতুন বর্ষে এই কটি রাশির মানুষদের সাবধানে থাকতে হবে
১. কোনো মানুষের রাশিতে যদি মঙ্গলের অন্তদশা ও বৃহস্পতি নীচস্থ থাকে তবে মানহানি ও পুলিশি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।
২. রাশিতে রাহুর দশা ও মঙ্গলের অন্তদশা থেকেও মানুষ আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্বাভনা থাকে।
৩. রাশিতে যদি কেতুর দশা ও শনি ও মঙ্গলের অন্তদশা থাকলে মানুষ আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন।
৪. মানুষ রাশিতে রাহু , শনি ও মঙ্গোল এক সাথে অশুভ স্থানে থাকে তবে আইনি সমস্যা দেখা দিতে পারে।
৫. কোনো মানুষের রাশিতে চন্দ্রের দশা যদি নীচস্থ হয় তবে তার কারাবাস পর্যন্ত হতে পারে।
৬. মানুষের রাশিতে রাহুর দশা ও মঙ্গলের অন্তদশা থাকলে মানুষ আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্বাভনা থাকে।
এই সমস্যা থেকে মুক্তির জন্য তেমন কোনো টোটকা প্রতিকার দেওয়া সম্বভ নয়। কারণ রাশি অনুযায়ী গ্রহ ও নক্ষত্রের অবস্থান আলাদা আলাদা হবার ফলে কোনো টোটকা কোনো রাশির ভালো কাজ করবে ও আবার কোনো রাশির খারাপ হয়ে যাবে। তাই এই সমস্যা থেকে মুক্তির জন্য কোনো ভালো জোতিষী দেখিয়ে , ওই ব্যাক্তির নিজের রাশির , গ্রহ ও নক্ষত্রের অবস্থান দেখে প্রতিকার করা উচিত।
আরো পড়ুন :- রত্ন ধারণ করতে চাইলে জন্ম মাস অনুযায়ী ধারণ করতে পারেন , সৌভাগ্য আসবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)