জানুন মিথুন লগ্নের জাতক / জাতিকারা সাধারণত কি রকমের হন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :- মিথুনের মধ্যে পুরুষ ও স্ত্রী উভয়ের লক্ষ্য থাকে। এদের মধ্যে সৃষ্টি শক্তি ও আধার শক্তি দুটোই দেখা যায়। মিথুনের মধ্যে চঞ্চলভাব,ক্রিয়া শ্রীলতা অত্যন্ত প্রকট তবে সে অনেক সময় চারপাশের গন্ডি পের করতে পারে না। তার সামনে যখন যা আসে তখন সে প্রকট হয়ে ওঠে। মিথুনের সামাজিকতা,সহানুভূতি নিজের গন্ডির মধ্যে সীমাবদ্ধ।

মিথুন লগ্নের জাতকরা দয়াপ্রবন,পরোপকারী,নমনীয় প্রকৃতির হয়ে থাকেন। তারা একটুতেই বিরক্ত হয়ে পড়েন তবে খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যান। এদের শিল্প,সাহিত্য,বিজ্ঞানে ঝোঁক থাকে। তবে এদের ব্যাবসা বাণিজ্য বা আইনে ভাল বুদ্ধি থাকে।

হটাৎ যখন কোন প্রসঙ্গ উপস্থিত হয় তিনি বলতে খুব ভালবাসেন নয় চুপ করে থাকেন। মিথুনের জাতকরা কর্তৃত্ব পরায়ণ হয়।

মিথুনের জাতকদের ভাগ্য পরিবর্তন শীল। জীবনে তিনি দারিদ্র ও সচ্ছলতা দুটোই ভোগ করেন। পিতা মাতার সাথে সম্পর্ক ভাল হলেও মতের পার্থক্য দেখা যায়। অনেক সময় গুপ্ত সম্পর্কের জন্য মিথুনের জাতকদের অনেক সমস্যা হয়।

আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন

মিথুনের জাতকদের স্বাস্থ্য খুব ভাল যায় না। এরা প্রায় নানা রকম রোগে ভোগে।
মিথুনের জাতকদের প্রচুর উন্নতি ঘটে যদি না সে নিজে উন্নতির পথ রুদ্ধ করে। মিথুনের জাতকদের দুই রকম কাজে লিপ্ত হতে দেখা যায়।
মিথুনের জাতকদের বন্ধু ভালোই হয় তবে তারা বিশেষ কাজে তেমন লাগে না। জাতকের গুপ্ত শত্রু ভালোই থাকে তবে মিথুন লগ্নের জাতকদের বুধ ভাল থাকলে শত্রুরা পরাস্ত হয়।

মিথুনের স্বভাব হল নিজে স্তির থাকতে চায় আবার সকলের সাথে মিশতে চায়। যদিও সে যদি চারপাশে ছড়িয়ে পড়ে আবার সে নিজেকে গুটিয়ে নেয়। মিথুনের মধ্যে একগুঁয়েমি রক্ষণশ্রীলতা,সামাজিকতা ও সামঞ্জস্য দেখা যায়। মিথুনের জাতকরা তার গন্ডির চারপাশ নিয়ে খুব সজাগ থাকে কিন্তু বৃহত্তর পৃথিবীর ঘটনায় তার অতটা মাথা ব্যাথা নেই।

আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————

জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি

চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান

বাস্তু , বিবাহ , ব্যবসা ,  শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম ,  গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি ৮ টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন