Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :- যারা মেষ লগ্নে জন্মেছেন তাঁরা সাধারণত স্পষ্ট বক্তা,দ্রুত সিদ্ধান্ত নিতে পটু,আদর্শবাদী,নির্ভিক,তেজস্বী,সরল,প্রচন্ড উদার,বাস্তববাদী,হেল্পফুল প্রকৃতির হয়ে থাকেন । মেষ লগ্নের ব্যাক্তিদের যে কোন কাজ যোগ্যতার সাথে করার ক্ষমতা আছে,তবে কোন কাজ নিজ বুদ্ধিতে করতে সবসময় পারদর্শি নন। আপনি একটু বেশি উদার স্বভাবের এর জন্য বাজে খরচ মাঝে মধ্যে করে ফেলেন।
আপনি সাহসী,খুব উৎসাহী প্রকৃতির মানুষ,কিন্তু একটু খিট খিটে স্বভাবের মানুষ। কখনো কখনো আপনার মধ্যে গোড়ামি খুব লক্ষ্য করা যায় সেটা যে কোন বিষয়েই হোক না কেন।
আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন
আপনি ধর্ম, সমাজ,রাজনীতি সকল বিষয়েই সংস্কার করতে উৎসাহী। আপনি পরিবর্তন বিশ্বাসী। আপনি প্রায় সকল বিষয়েই কম বেশি জ্ঞানি, তবে মানব চরিত্র বুঝতে আপনার পক্ষে সবসময় সম্ভব হবে না।
মেষ এর জাতক নিজের স্বাধীন মতামত ব্যক্ত করতে বেশি পছন্দ করেন,যে কোন বিষয়েই নিজের মতামত অন্যের উপর চাপাতে ভালবাসেন।
মেষের জাতকরা মাঝে মধ্যেই নিজের মত পরিবর্তন করেন কারণ আপনার স্বভাব চঞ্চল। তবে আপনার যেকোন বিষয় ততক্ষণ ভাললাগে যতক্ষণ তারমধ্যে নতনত্ব থাকে এবং সেই বিষয়ের উপর আপনার লেগে থাকার প্রবণতা থাকে।
অনেক বাধা বিঘ্ন পেরিয়ে মেষ এর জাতক তাঁর নির্দিষ্ট লক্ষে পৌঁছে যায়। এর জন্য তাঁকে সমস্ত সাহস ও শক্তি আবশ্যক হয়ে ওঠে। ধর্ম,রাজনীতি,বিজ্ঞান,দর্শন বিষয়ে আপনার উৎসাহ বেশ ভালোই থাকে।
মেষ এর জাতকদের ভাগ্য পরিবর্তনশীল। এদের কর্ম প্রায় পরিবতন হয়। যদি কর্ম পরিবর্তন না হয় তাদের স্থান পরিবতন করতে হয়। মেষ এর জাতকরা উচ্চ পদে প্রায় আসীন থাকে,তবে অনেক সময় মেষ এর জাতকদের কর্ম ক্ষেত্রে অনেক লড়াই করে থাকতে হয়।
মেষ এর জাতক জাতিকাদের সাথে অনেক সময় নিজ আত্মীয় দের সাথে সম্পর্ক ভাল যায় না। নিজের উগ্রতার জন্য মা,ভাই,দাদা,বাবা,বোন,দিদির সাথে সম্পর্ক খারাপ করে ফেলে।
মেষ এর ব্যাক্তি এক জায়গায় বেশিদিন থাকতে পারে না। এরা ভ্রমণ প্রিয় হয়।
বিবাহ নিয়ে মেষের জাতকদের অনেক সময় নানা সমস্যায় পড়তে হয়। অনেক সময় বিয়ে দেরিতে হয় বা বিবাহের পর নানা সমস্যায় পড়েন। আবার এটাও দেখা যায় মেষ এর জাতক দ্রুত বিবাহ করে নানা সমস্যায় ভুগছেন।
আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন
———————————————————————–
জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি
চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান
ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি 8 টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)