জানুন মে মাসে কোন কোন রাশি গুলি কর্মক্ষেত্রে ভালো ফল পাবে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- রাশির ভালো মন্দ থেকে শুরু করে সকল কিছুই নির্ভর করে ওই সময় ওই রাশির গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন রয়েছে। সেই অনুযায়ী কোন ভালো মন্দ থেকে শুরু করে যাবতীয় ফল নির্ভর করে। চলুন দেখে নেওয়া যাক এই মে মাসে কোন কোন রাশি গুলি কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন।

বৃষ রাশি :-  বৃষ রাশির কর্মপতি শনি অবস্থান করছে নিজ রাশিতে। কর্মক্ষেত্রে বা কর্ম সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। এর ফলে কর্মক্ষেতে উন্নতির যোগ রয়েছে।

আরো পড়ুন :- জীবনে চমকপ্রদ সফলতা পেতে চাইলে , হলুদের এই টোটকা ব্যবহার করুন

কর্কট রাশি : কর্কট রাশির সরকারি কর্মচারী বা সরকারি দফতরের সঙ্গে সম্পর্কিত কর্মের ক্ষেত্র শুভ ফল পাবেন । বিশেষ করে মাসের প্রথম অর্ধে শুভ ফল পাবেন। পরবর্তী অর্ধে ফলের কিছুটা পরিবর্তন হতে পারে।

সিংহ রাশি : সিংহ রাশির ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মাসের দ্বিতীয় অর্ধে ফলের সামান্য পরিবর্তনের দেখা যেতে পারে।

কন্যা রাশি : কন্যা রাশির কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে , বিশেষ করে  পুলিশ, প্রতিরক্ষা সংক্রান্ত চাকরিজীবীদের ক্ষেত্রে।

বৃশ্চিক রাশি : মাসের প্রথম অর্ধে শুভ ফল লাভ হলেও পরবর্তী অর্ধে ফলের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি : কুম্ভ  রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। এই রাশির কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।

মীন রাশি : এই মাসে মীন রাশি কর্মক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তি হতে পারে। তবে প্রতিটি রাশিরই গ্রহ ও নক্ষেত্রের অবস্থান পরিবর্তনের ফলে ফল ভিন্ন ও হতে পারে।

আরো পড়ুন :- সর্বদা মা লক্ষীর কৃপা থাকে এই চার রাশির উপর

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য 

কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ ,  শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা ,  কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ

ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন