জানুন শরীরের কোথায় তিল থাকলে মানুষের চরিত্র কেমন হয়

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- মানুষের শরীরের বিভিন্ন জাগার তিল মানুষের চরিত্রের বিভিন্ন দিককে নির্দেশ করে। মানুষের শরীরের তিল দেখে বলে দেওয়া যায় সেই মানুষটি কেমন স্বভাবের। শুধু তাই নয় তিলের অবস্থান দেখেও মানুষের ভবিষৎ সমন্ধে কল্পনা করা যায়। চলুন দেখে নেওয়া যাক মানুষের শরীরের কোথায় তিল থাকলে মানুষ কেমন চরিত্রের হয়ে থাকেন।

যাঁদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকেন। যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানা রকম কুমতলব আঁটেন। যাঁদের ঠোঁটের উপরে তিল থাকে তারা কর্তব্যে পরায়ণ হয়ে থাকেন। যেই সকল জাতক – জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয়ে থাকেন।

আরো পড়ুন :- জানুন কোন স্বপ্নগুলি দেখলে বুঝবেন জীবনে আসতে চলেছে শুভ সময়

যাঁদের নাকের মাঝ খানে তিল তাকে তারা শান্ত স্বভাবের হয়ে থাকেন। যাদের ঠোঁটের নিচে তিল থাকে তারা ভোগবিলাসী হয়ে থাকেন। যেই সকল জাতক – জাতিকার গালে তিল থাকে তারা ভোগ বিলাসী হয়ে থাকেন। যাদের বাম ভ্রুতে তিল থাকে তারা সর্বদা কুচিন্তায় লিপ্ত থাকেন। যাদের ডান ভ্রুতে তিল থাকে তারা চিন্তাশীল হয়ে থাকেন।

যেই সকল জাতক – জাতিকার গলায় তিল থাকে তারা গুণী , বিদ্যান , জ্ঞানী ও সুখী স্বভাবের হয়ে থাকেন। যাদের নাকের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকেন আর যাদের নাকের বাঁ দিকে তিল থাকে তারা হতভাগ্য হয়ে থাকেন। যাদের চোখের মধ্যে তিল থাকে তারা সুদর্শী হয়ে থাকেন।

niladri misra

যাদের চিবুকে তিল থাকে তারা দৃঢ়চেতা ও স্থির স্বভাবের হয়ে থাকেন। যাদের ডান  উরুতে তিল থাকে তারা স্বাস্থবান হয়ে থাকেন। যাদের বাম হাতের করতলে তিল থাকে তারা অসৎ কর্মে লিপ্ত হয়ে পড়েন। যাদের পেটে তিল থাকে তারা ভোজন বিলাসী ও পেটুক স্বভাবের হয়ে থাকেন।

যাদের ডান পায়ের তলায় তিল থাকে তারা ভ্রমণ প্রিয় হয়ে থাকেন। যাদের কানে তিল থাকা তারা বিদ্যান ও সৌভাগ্যবান হয়ে থাকেন। যাদের গলার নিচে তিল থাকে তারা জ্ঞানী হয়ে থাকেন। যাদের কাঁধে তিল থাকে তারা পরিশ্রমী হয়ে থাকেন।

আরো পড়ুন :- রাশি পরিবর্তন করছে বুধ , জানুন কোন রাশির উপর তার প্রভাব পড়বে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন