জানেন কি ক’বার শঙ্খ বাজানো মঙ্গল জনক ?

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :-  শঙ্খ থেকেই শাখার উৎপত্তি। এই শঙ্খ হিন্দু শাস্ত্র এবং আচার বা রীতির সাথে ওতপ্রোত ভাবে জড়িত। শঙ্খ এক প্রকার শামুক। সাধারণত এক প্রকার সামুদ্রিক শামুকের বহিরাবরণ বা খোলকেই শঙ্খ বলে। সমুদ্রের এই শামুক বড় হওয়ায় শঙ্খ গুলি বড় হয়ে থাকে। পৌরাণিক যুগ থেকে শঙ্খের ব্যবহার করা হয়ে আসছে । পুরাণে বিভিন্ন দেবদেবীর অনুষঙ্গ থেকে বোঝা যায়, শঙ্খ ব্যবহার শুভ। হিন্দু শাস্ত্রে শঙ্খ যে কেবল শুভ বাদ্য যন্ত্র হিসেবে ব্যবহৃত হয় তা নয়, শঙ্খের অলঙ্কারও শুভ বলে বিবেচিত হয় । হিন্দু ধর্মের বিবাহিত মহিলারা নিজের হাতে শঙ্খের তৈরি গহনা অথাৎ শাঁখা স্বামীর মঙ্গলার্থে পরে থাকেন।

শঙ্খ শব্দের সংস্কৃত মানে রয়েছে। সংস্কৃত শব্দের  ‘শাম’ এবং ‘খাম’ এই  দু’টি শব্দ থেকে ‘শঙ্খম’ শব্দের উৎপত্তি। এর অর্থ— যা পবিত্র বা শুদ্ধ জল ধারণ করে। শঙ্খের ধ্বনি ‘ওম’ শব্দের মতো পবিত্র। শঙ্খের ধ্বনিতে পরিবেশের নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায় । শঙ্খের ধ্বনি জীবাণুনাশকও। আয়ুর্বেদ শাস্ত্রেও শঙ্খের যথেষ্ট গুরুত্ব রয়েছে । শঙ্খের গুঁড়ো বা চূর্ণ বিভিন্ন রোগের ওষুধ ( বিশেষত চর্মরোগের ) তৈরির কাজে ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন শুভ অনুষ্ঠান, যেমন  পূজাপার্বণ, জন্ম, অন্নপ্রাশন, বিবাহ, উপনয়ন এবং সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে শঙ্খধ্বনি নেতিবাচক শক্তি ধ্বংস করে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। ফলে প্রতিটি হিন্দু অনুষ্ঠানে এই শঙ্খ ব্যবহার করা হয়ে থাকে। এর বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে।

আরো পড়ুন :- জীবন সংগ্রামে জয়ী হতে এই নিয়মে ঘরে রাখুন তুলসী পাতা

এই শঙ্খধ্বনির বিশেষ তাৎপর্য  পুরাণে ও মহাকাব্যে রয়েছে। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের সৃষ্ট শঙ্খধ্বনি বিশেষ তাৎপর্পূর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধে সকালে যুদ্ধ শুরুর কালে এবং সন্ধেয় যুদ্ধের সমাপ্তিকালে শঙ্খধ্বনি করা হত। যে কারণে আজও সকালে ও সন্ধ্যাকালে বাজানো হয়। তার পর থেকেই সমস্ত যুদ্ধে শঙ্খ বাদ্যের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করা হতো ও যুদ্ধ সমাপ্ত ঘোষণা করা হতো।

avilo home

পুরান মতে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিন দেবতাকে  তুষ্ট করার জন্য তিন বার শঙ্খ বাজানোর রীতি রয়েছে ।  দিন এবং রাতের সন্ধিক্ষণে অথাৎ সন্ধ্যের সময় গৃহে শঙ্খ বাজালে (তিন বার) দেবতাদের আশীর্বাদ লাভ হয়। সমুদ্রমন্থনের সময় চার বার শাঁখ বাজিয়ে দেবতা এবং অসুরদের নিমন্ত্রণ করা হয়েছিল। শাস্ত্রমতে, সেই কারণে তিন বারের অধিক শঙ্খ বাজানো নিষেধ।

আরো পড়ুন :- জানুন , যেই সকল মানুষরা কথায় কথায় কাঁদে তাঁরা কি ধরণের হয়ে থাকেন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন

 জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)

মো:- 9093476035
8906174912

অগ্রিম নাম বুকিং আবশ্যক

Bangla news dunia Desk

মন্তব্য করুন