Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- হিন্দু শাস্ত্রে তুলসী গাছ খুবই পবিত্র একটি গাছ। এই গাছকে ভগবানের সহিত পূজন করা হয়। সকল হিন্দু বাড়িতে তুলসী গাছকে পুজো করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে , প্রতিদিন সকাল ও সন্ধ্যেয় তুলসী গাছের সামনে পুজো করা গৃহস্থের জন্য অত্যান্ত শুভ বলে বিবেচিত হয়। প্রায় সকলেই সন্ধ্যের সময় তুলসী তলায় প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে থাকেন। জীবনে সুখ , সমৃদ্ধি ও জীবনের সকল বাধা কাটাতে তুলসী তলায় পুজো করার সমস্যা কিছু রীতি মেনে চলুন।
আরো পড়ুন :- মার্চ মাসে জন্মানো মানুষরা কেমন হয়ে থাকে জানুন
১. বাস্তুতে সঠিক নিয়ম মেনে তুলসী গাছ রাখুন। তুলসী গাছ উত্তর ও পূর্বদিকে রাখুন।
২. বাস্তুর জন্য তুলসী গাছ অত্যান্ত শুভ , তুলসীকে লক্ষীর অবতার ও বলা হয়। তাই নিয়মিত পুজো না করলে আজই তা শুরু করে দিন।
৩. সন্ধ্যের সময় তুলসী তলায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের নাম জপ করুন। তুলসী গাছের সামনে খাঁটি ঘি দিয়ে একটি প্রদীপ জালান।
৪. প্রতিদিন সকালে তুলসী তলায় ধুপ ও প্রদীপ জালান।
৫. মনে রাখবেন বিশেষ কিছু তিথিতে তুলসী পাতা তোলা যাবেনা। যেমন একাদশী ও সূর্যগ্রহণের দিন গুলিতে কোনো ভাবেই তুলসী পাতা ছেড়া যাবে না।
৬. সন্ধ্যের সময় তুলসী তলায় প্রদীপ দেখিয়ে , তিন থেকে পাঁচবার তুলসী গাছকে প্রদক্ষিণ করুন। তবে রাতে তুলসী গাছকে স্পর্শ করা যাবেনা।
যেই বাড়িতে নিয়মিত ভাবে তুলসী গাছের পুজো করা হয়। সেই বাড়িতে সর্বদা সুখ , সমৃদ্ধি বিরাজ করে ও পরিবারের লোকেদের জীবন থেকে সমস্ত বাধা দূর হয়।
আরো পড়ুন :- মঙ্গলবার জন্মানো মানুষরা কেমন হয় জানুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)