Bangla News Dunia , পণ্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- শনিবার শনিদেবের পুজো করার বিশেষ গুরুত্ব শাস্ত্রে বলা হয়েছে। বিশ্বাস করা হয় যে শনিবার কিছু জিনিস দান করলে শনিদেব প্রসন্ন হন। শনিদেব হনুমানজিকে নিজের প্রিয় ও কাছের মনে করেন, তাই হনুমানজির পুজো করলে তিনি সেই ভক্তের কোনও ক্ষতি করেন না। শনিবার বজরঙ্গবলীর পূজা করাকেও শাস্ত্রে অত্যন্ত গুরুত্বের কথা বলা হয়েছে।
শনিদেবকে প্রিয় জিনিস দান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর সঙ্গে শনিদেবের মন্ত্র জপ করলে গ্রহরাজ ভীষণ খুশি হোন। কখনও আর্থিক সংকটের সম্মুখীন হতে দেন না। বিশ্বাস অনুসারে, শনিদেব বিশেষ করে সরষের তেল পছন্দ করেন। শনিবার মন্দিরে সরষের তেল মাখানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। লোহার পাত্রে সরষের তেল ভরে দান করুন।
আরো পড়ুন :- চাকরি থেকে ব্যবসা, ২০২৩ সালে এই রাশির মানুষদের সৌভাগ্যের শিকড় ছিড়বে
লোহা দান করাও সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর ফলও খুব ভালো কাজে দেয়। শনিবার শনি মন্দিরে লোহার ত্রিশূল দান করুন বা ভগবান শিবের মন্দিরে লোহার ত্রিশূলও দান করতে পারেন।
বিউলির ডাল থেকে খিচুড়ি তৈরি করে শনি মন্দিরে নিয়ে যান। শনিদেবকে অন্নপ্রদান করুন, ভিক্ষুকদের খিচড়ি খাওয়ান।
শনিবার শনি পুজোর জন্য সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। পুজোর ঘরে সরষের তেলের প্রদীপ জ্বালান, ভগবান শনিকে স্মরণ করুন।
প্রতি শনিবার সুন্দরকাণ্ড পাঠ করুন, তুলসীর মালা তৈরি করে হনুমানজিকে অর্পণ করুন। শনির অবস্থা যাই হোক না কেন, শনি আপনাকে কষ্ট দেবেন না,উল্টে আপনার প্রতি সদয় হবেন।
আরো পড়ুন :- শনির কুদৃষ্টি থেকে মুক্তি চান ? মেনে চলুন কিছু উপায়
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )