Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বাস্তুশাস্ত্রে চাকরিতে পদোন্নতি, ব্যবসায় অগ্রগতি এবং ঝামেলা দূর করার জন্য অনেক ব্যবস্থা দেওয়া হয়েছে। ঘরে সুখ এবং সম্পদ আনতে এই সহজ ফেং শুই টিপস গুলি আপনিও মেনে চলতে পারেন। ভারতীয় বাস্তু শাস্ত্রের মতো, ফেং শুইও খুব জনপ্রিয়। ফেং শুইতে উল্লিখিত অনেক প্রতিকারের সাহায্যে ঘরে সুখ-সমৃদ্ধি আসে এবং বাস্তু দোষ দূর হয়। বাড়িতে বা অফিসে এগুলিকে সঠিই দিশায় রাখলে আপনি জীবনে সুখ এবং সম্পদ পেতে পারেন। দেখুন একনজরে —-
আরো পড়ুন :- লক্ষ্মী পুজোর পরেই অর্থলাভ, বেতনবৃদ্ধির সম্ভাবনা ? দেখুন কোন রাশির তৈরী হচ্ছে বিশেষ রাজযোগ
১. ফেং শুইতে লাফিং বুদ্ধকে খুবই শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে ড্রয়িংরুমে লাফিং বুদ্ধ রাখলে মূর্তির সামনে থেকে ইতিবাচক শক্তি ঘরে আসে।
২. বৃত্তাকার ডাইনিং টেবিল ফেং শুইতে খুব শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন ঘরে এমন একটি ডাইনিং টেবিল আনুন যাতে টেবিলের সাথে চেয়ারের সংখ্যা কম থাকে।
৩. ঘরের দরজার হাতলে কয়েন ঝুলিয়ে রাখলে ধন-সম্পদ ও সৌভাগ্য আসে। তিনটি পুরানো ফেং শুই কয়েন একটি লাল সুতো বা ফিতায় বেঁধে দরজার হাতলে ঝুলিয়ে রাখতে হবে।
৪. চীনা ফেং শুই মতে, মাছের অ্যাকোয়ারিয়াম হল উন্নতির প্রতীক। ঘরে মাছের অ্যাকোয়ারিয়াম রাখলে সুখ ও সমৃদ্ধি আসে।
৫. বাথরুমে একটি পাত্রে সামুদ্রিক লবণ ভরে রাখুন। এই পাত্রের লবণ পনেরো দিন অন্তর পরিবর্তন করতে থাকুন। এতে বাথরুমে থাকা নেতিবাচক শক্তি দূর হয়। যা সংসারে ইতিবাচক প্রভাব ফেলে।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )