Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- রবি অথাৎ সূর্য , সূর্যদেবের উপসনা জীবনে শান্তি , সুখ , শক্তি , মানসিক শান্তি , সাফল্য নিয়ে আসে। পৌরাণিক বেড়ে সূর্য দেবকে ভগবানের চোখ এবং পৃথিবীর প্রাণ হিসাবে উল্লেখ করা হয়েছে। হিন্দু ধর্মের পৌরাণিক মতে সূর্যদেব প্রত্যক্ষ দৃশ্যমান দেবতা অথাৎ যাকে সরাসরি দেখা যায়। এই কারণেই হিন্দু মতে মানুষ সূর্য দেবকে দেখে অর্ঘ্য অৰ্পণ করেন ও তাকে পূজন করেন। এছাড়া পৌরাণিক মতে মনে করা হয় রবিবার সূর্যদেবের পূজা করলে মনের ইচ্ছা পূরণ হয়। তবে সূর্যদেবের উপসনা ( পুজো ) করার কিছু নিয়ম রয়েছে।
আরো পড়ুন :- জানুন পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের কিছু নিয়ম ও উপকারিতা
১. সকালে স্নানের পর সূর্যদেবের উদ্যেশে অর্ঘ্য দান করার সময় সূর্যদেবের দিকে মুখ করে ঘি এর প্রদীপ , লাল ফুল , ধুপ ও কপূর দিয়ে সূর্যদেবের উপসনা করা উচিত।
২. মৎস্য পুরাণ অনুযায়ী , রবিবার পুরোটাই ভগবান সূর্যকে সমর্পিত করুন। এইদিন করা দান , গঙ্গা স্নান , বাড়িতে পুজো হাজার গুন বেশি ফল দেয়।
৩. এটি বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্যোদয়ের আগে গঙ্গা স্নানের ফলে কোনো মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হন ও সমস্ত রোগব্যাধি থেকে মুক্তি পান।
৪. এই সমস্ত রীতি পালনের ফলে মনে করা হয় যে সূর্যদেব দীর্ঘায়ু , সুস্বাস্থ্যে ও সাফল্য প্রদান করে থাকেন।
আরো পড়ুন :- ভাগ্য পরিবর্তন করতে চাইলে এই ৫ টি জিনিষ ঘরে রাখুন
পৌরাণিক মতে , শ্রী কৃষ্ণ পুত্র শম্ভ তার শক্তি নিয়ে খুবই গর্ব বোধ করতেন। একদিন ঋষি দুর্বাসা শ্রী কৃষ্ণের সাথে দেখা করতে এসেছিলেন তখন শম্ভ ঋষি দুর্বাসার দুর্বলতা নিয়ে পরিহাস করেন। তার ফলে ঋষি দুর্বাসা শ্রী কৃষ্ণ পুত্র শম্ভর উপর ক্ষুদ্ধ হয়ে তাকে কুষ্ঠ রোগের অভিশাপ দেন। পুত্র শম্ভর এই অবস্থা দেখে শ্রী কৃষ্ণ তার পুত্রকে সূর্যের উপসনা করতে বলেন। পিতার আদেশ অনুযায়ী শম্ভ সূর্যদেবের উপাসনা শুরু করে। এর ফলে কিছু সময়ের মধ্যেই শম্ভ কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়ে আগের মতো সুস্থ হয়ে ওঠেন। হিন্দু ধর্ম গ্রন্থে সূর্যকে নিরাময় বলা হয়েছে। সূর্যের উপসনা থেকে রোগ নিরাময়ের পথ ও বর্ণিত হয়েছে।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, শরীরের তিল দেখে জেনেনিন আপনার বিবাহিত জীবন কেমন হবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)