Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- হিন্দু ধর্মে হনুমানজির খুবই মাহাত্ম্য আছে ৷ মনে করা হয় হনুমানজির পূজা পাঠের মাধ্যমে সমস্ত দুঃখ কষ্ট দূর করা সম্ভব ৷ ধার্মিক মান্যতা অনুসারে, আজও মনে করা হয় শ্রী রামচন্দ্রের আজ্ঞা পালন করতে আজও হনুমানজি ভক্তদের রক্ষা এবং কল্যাণের জন্য পৃথিবীতে বাস করেন ৷ তাই বিশ্বাস করা হয় শুধুমাত্র মঙ্গলবার বজরংবলীর পুজো করে তাকে প্রসন্ন করে জাগতিক যেকোনো সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব ৷
আরো পড়ুন :- এই মাসে তৈরি হওয়া বুধাদিত্য যোগের ফলে এই রাশি গুলির মানুষদের আর্থিক উন্নতি ঘটবে
হনুমানজিকে পুজো করার বিশেষ কিছু উপায় :- ধনসম্পত্তি বৃদ্ধির জন্য প্রত্যেকদিন ঘুমানোর আগে হনুমানজির সামনে সরষের তেলের প্রদীপ জ্বালতে হবে। তবে খেয়াল রাখবেন প্রদীপটি অবশ্যই যেন মাটির প্রদীপ হয় এবং প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করতে হবে। জ্যোতিষশাস্ত্র মতে এর ফলে আর্থিক দিক থেকে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব।
শত্রুতা থেকে মুক্তি লাভের জন্য বিশেষ উপায় :- যদি আপনার শত্রুদের দ্বারা আপনার জীবন কণ্টকময় হয়ে উঠেছে তাহলে হনুমান জীর ছবি ঘরে নিয়ে আসুন বিশেষ করে পঞ্চমুখী হনুমান জির ছবি ৷ ছবিটিকে বাড়িতে এমন ভাবে স্থাপন করবেন যাতে ছবিটির মুখ দক্ষিণ দিকে থাকে। ছবিটিতে রোজ ধূপ এবং কর্পুর দিয়ে আরতি করে প্রার্থনা করবেন এতে বিরোধীরা শান্ত হবে ৷
ক্লেশ দূর করার উপায় :- প্রত্যেক মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে মিষ্টি পান দিন মিষ্টি পান কিন্তু অনেক দেবদেবীরই ভীষণ প্রিয় ৷ তবে পূজাতে কিন্তু সর্বদাই মিষ্টি পান দেওয়া হয়ে থাকে। তবে এরই সাথে হনূমান চালিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার। এছাড়া প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করলে ও হনূমান চালিসা পাঠ করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। তাই প্রতি মঙ্গলবার সকাল হোক বা সন্ধ্যা , আপনার যখন সময় হবে হনূমান চালিসা পাঠ করুন।
আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )