Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বৃহস্পতি গ্রহকে অত্যন্ত শুভ ও কল্যাণকর গ্রহ মানা হয়। জন্মছকে বৃহস্পতির স্থান যদি কোনো ভাবে খারাপ থাকে, তা হলে নানা আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়। তাই জন্মছকে বৃহস্পতির স্থান শক্তিশালী করতে বৃহস্পতিবার করতে হবে বিশেষ কয়েকটি টোটকা। যার মাধ্যমে আপনার বৃহস্পতির স্থান সবল হবে, এরই সাথে সৌভাগ্যও বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক দিকও উন্নতি হবে। বৃহস্পতিবার কয়েকটা জিনিস দান করা খুবই শুভ বলে মানা হয়। তবে কোন কোন জিনিস দান করবেন তা দেখে নিন।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
জানুন কোন কোন জিনিস দান করা শুভ ?
১) বৃহস্পতিবার যে কোনও হলুদ রঙের জিনিস দান করা খুবই শুভ। যেমন কেশর, হলুদ বস্ত্র দান করলে জীবনে আর্থিক উন্নতি হতে খুব বেশি সময় লাগে না।
২) বৃহস্পতিবার ফল দান করাও খুব শুভ বলে মানা হয়। তবে হলুদ রঙের ফল না হলে যে কোনও ফল দান করলে সংসারে সমৃদ্ধি আসে। যে কোনো মন্দিরে বা গরিব-দুঃখীকে এই ফল দান করা খুবই ভাল।
৩) শাস্ত্র অনুসারে মনে করা হয়, যদি কাউকে বিনামূল্যে ওষুধ দান করা হয়, তা হলে নিজের স্বাস্থ্য সব সময়ে ভাল থাকে। আর এটা সত্যি যে, সুস্বাস্থ্যের থেকে বড় সম্পদ কিছু হয় না। এছাড়াও ওষুধ দান করলে নাম-যশ বৃদ্ধি পায়।
৪) বৃহস্পতিবার আশীর্বাদ পেতে বইপত্র দান করা খুবই শুভ। মনে করা হয় বই দান করলে শিক্ষার বিকাশ ঘটে। এছাড়া বই দান করলে মা সরস্বতীর আশির্বাদ পাওয়া যায় এবং জ্ঞান বৃদ্ধি পায়। যে কোনও বই দান করা ভাল। তবে সব থেকে ভাল যদি ধর্মীয় বই দান করা যায়।
৫) অবশ্যই মনে রাখতে হবে যে, বৃহস্পতিবার আপনার ঘর থেকে চাল, টাকা-পয়সা বা ঠাকুরের ছবি ও মূর্তি, এই সকল জিনিস কাউকে দান করা যাবে না। এতে উল্টো আর্থিক ক্ষতি আসতে পারে।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।