জীবনে আর্থিক ভাবে সমৃদ্ধি চান ? মেনে চলুন কিছু বাস্তু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bastu tips

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- সুস্থ থাকতে নিয়ম করে খাবার খেতে হয়। বাস্তুশাস্ত্রে খাবার খাওয়ার আরও কিছু গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে, খাবার রান্না এবং খাওয়ার সঠিক দিক নির্দেশ জানা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক দিকে মুখ করে খাবার খেলে দেব-দেবী প্রসন্ন হন এবং ঘরে কোনও বাস্তু দোষ থাকে না। খাবার খাওয়ার পর একজন ব্যক্তির কোন জিনিসগুলি এড়ানো উচিত ? এই বিষয় গুলির উপর আলোচনা করা হলো।

আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা

বাস্তুশাস্ত্রে খাদ্য সংক্রান্ত আরও অনেক নিয়মের কথা বলা হয়েছে। যেমন, খাবার খাওয়ার পর একজন ব্যক্তির কোন জিনিসগুলি এড়ানো উচিত ? এই লেখাটি সেই বিষয়গুলির উপরেই। জেনে নিন, খাবার খাওয়ার পরে কোন কোন কাজ করা উচিত নয় বলে মনে করে বাস্তুশাস্ত্র।

 

niladri-misra

 

১. দক্ষিণ দিকে মুখ করে খাবার রান্না করা উচিত নয়। উত্তর বা পূর্ব দিক রান্নার জন্য শুভ বলে মনে করা হয়। এমনই বলছে বাস্তু। উত্তর বা পূর্ব দিকে মুখ করে রান্না করলে পরিবারের আয় বাড়ে। অন্যথায় বাড়ে অভাব।

২. পানীয় জল রাখার নিয়ম : রান্নাঘরে যেখানেই পানীয় জল রাখা হয়, রাতেও সেখানে আবছা আলো রাখুন। প্রতি রাতে তার পাশে প্রদীপ জ্বালানো ভালো হবে। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। এতে অভাব কমে বলেও মনে করা হয়।

৩. খাবার খাওয়ার পরে কোন কোন কাজ থেকে বিরত থাকা উচিত, সেই প্রসঙ্গে। প্রথমেই বলতে হবে, রান্নাঘর ময়লা করে রাখবেন না। বিশেষ করে রাতে রান্নাঘর নোংরা রাখলে বাস্তু দোষ হতে পারে। এতে মা লক্ষ্মী রেগে যান। সেই সঙ্গে রাতে নোংরা পাত্র ফেলে রাখলে বাস্তু দোষ হয়। ফলে রাতেই বাসন ধুয়ে ফেলবেন।

আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন