Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- জবা ফুল আমাদের জীবনে নানা সমস্যার সমাধান করে। জীবনে বার বার অসাফল্যের মুখ দেখলে ব্যক্তি শেষে ধর্মের সাহায্য নেয়। হিন্দু ধর্মে সমস্যা মুক্তি ও সাফল্য লাভের একাধিক উপায় রয়েছে। নির্দিষ্ট দেবতার পুজো সেই ফুল ছাড়া অসম্পূর্ণ। লক্ষ্মী পুজোয় পদ্ম, গণেশের পুজোয় হলুদ ফুল, বজরংবলীর পুজোয় জবা বা লাল ফুল, দুর্গা ও কালীর পুজোয় পদ্ম , জবা এবং লাল ফুল ব্যবহৃত হয়। জবা ফুলের কিছু উপায় জানানো হল। নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। উপায় জেনে নিন —–
আরো পড়ুন :- অজান্তে আমাদের ভুলে তৈরি হয় বাস্তু দোষ, জানুন কোন কোন উপায়ে মুক্তি পাবেন ?
১. দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় থাকলে এবং অভাব-অনটন কাটিয়ে উঠতে না-পারলে মঙ্গলবার বজরংবলীকে এবং বৃহস্পতিবার মা লক্ষ্মীকে জবা ফুল অর্পণ করুন। টাকা পয়সা চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাঁরাও এই উপায়ে নিজের উপার্জিত অর্থ নিরাপদে রাখতে পারেন।
২. জ্যোতিষ মতে সুস্থ জীবনযাপনের জন্য শরীরে শক্তির সঞ্চার গুরুত্বপূর্ণ। সূর্যকে শক্তি প্রদানকারী দেবতা মনে করা হয়। জবা ফুল ছাড়া সূর্য পুজো অসম্পূর্ণ মনে করা হয়। যাঁরা নিজের অন্তরে সূর্যের সমান শক্তি সঞ্চারিত করতে চান, তারা অবশ্যই সূর্যকে জবা ফুল অর্পণ করবেন। ঘটে জল ভরে তাতে জবা ফুল দিয়ে সূর্যকে সেই জলের অর্ঘ্য দিন।
৩. বাড়িতে সূর্য দোষ থাকলে পূর্ব দিকে লাল জবা ফুলের গাছ লাগানো উচিত। বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রেও লাল জবা ফুল অতি উপকারী। পড়ুয়াদের নিজের স্টাডি টেবিলে নিয়মিত একটি লাল জবা ফুল রাখা উচিত।
৪. জ্যোতিষ মতে, লাল জবা ফুল উপহার দিয়েও সম্পর্কে উন্নতি ঘটানো যায়। কোনও ব্যক্তির সঙ্গে শত্রুতার সম্পর্ক থাকলে তাকে লাল জবা ফুল উপহারে দিন। এর ফলে শত্রুতা কমবে ও বন্ধুত্ব প্রশস্ত হবে।
৫. মঙ্গল দোষ থেকে মুক্তি পেতেও জবা ফুল ব্যবহার করতে পারেন। মঙ্গলকে লাল গ্রহও বলা হয়। মঙ্গল দুর্বল হলে বিবাহে বিলম্ব হয়, দুর্ঘটনা ঘটতে পারে এমনকি জীবনসঙ্গীর সঙ্গেও মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকে। এমন কিছু ঘটলে বাড়িতে লাল জবা ফুলের গাছ লাগান। এর ফলে মঙ্গল শান্ত হবে ও জীবনের সমস্ত সমস্যা কমবে।
আরো পড়ুন :- জীবনে আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন ? পালন করুন কিছু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )