Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ভগবান শ্রীকৃষ্ণের লীলা অপার। শ্রীকৃষ্ণকে নারায়ণের অষ্টম অবতার মনে করা হয়। একই সময়ে, বৃহস্পতিবার নারায়ণের দিন হিসাবে বিবেচিত হয়। এই দিনে তুলসীর মালা দিয়ে ১০৮ বার শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করলে জীবনের অনেক সমস্যা দূর করা যায়। ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্ত্র জপ করলে আপনার মন শান্ত হবে এবং আপনার মন ভক্তির অনুভূতিতে পূর্ণ হবে। সেই সঙ্গে এই মন্ত্রটি জপ করলে গৃহের সুখ ও সম্পদও বজায় থাকে। জেনে নিন এটি কোন মন্ত্র —
আরো পড়ুন :- মার্গী অবস্থানে যেতে চলেছে শুক্র ! ফলে ভাগ্য খুলবে ৩টি রাশির
মন্ত্রটি হল “ওম কৃষ্ণায় নমঃ”। এই মন্ত্র জপ করলে কর্মজীবনের অসুবিধা দূর হতে শুরু করবে। সেই সঙ্গে চাকরির আবেদন করার আগে বা ইন্টারভিউ দেওয়ার আগে এই মন্ত্রটি জপ করলেও উপকার পাওয়া যাবে। মন্ত্রটি জপ করলে পরিবারে সুখ শান্তির পরিবেশ থাকবে এবং নেতিবাচক শক্তি দূর হবে। যাঁদের বাড়িতে অশান্তি লেগেই আছে, তাঁরা এই মন্ত্র জপ করে তা থেকে মুক্তি পেতে পারেন।
ইচ্ছাপূরণে বাধা আসছে ? তাহলেও এই মন্ত্রটি জপ করতে পারেন। এই মন্ত্রটি উচ্চারণ করলে মানুষের সমস্ত ইচ্ছা পূরণ হয়। জীবনে শান্তি এবং ইতিবাচকতা বজায় রাখতে বৃহস্পতিবার এই মন্ত্রটি জপ করুন। সপ্তাহের অন্য দিনগুলিতেই এই মন্ত্রের কাছে জীবন সমর্পন করুন।
আরো পড়ুন :- রাখী পূর্ণিমায় তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগ ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশি
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)