Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- নামী-দামি দোকান থেকে তামার তৈরি সূর্যমূর্তি অনেকেই কিনে থাকেন। ঘরের কোথায় সেই জিনিসটি রাখবেন, কেউই চিন্তা করেন না। তবে বাস্তু অনুযায়ী, তামার সূর্যমূর্তি ঘরের শ্রীবৃদ্ধি করতে সাহায্য করে। বাস্তু শাস্ত্র মতে, তামার তৈরি সূর্যকে ঘর থেকে নেতিবাচকতা দূর করার অন্যতম প্রতিকার হিসাবে বিবেচনা করা হয়। তামার সূর্যমূর্তি ইতিবাচক প্রভাব বাড়ায় ও ক্ষতিকর প্রভাবগুলিকে দূরে সরিয়ে রাখে। এই সূর্যমূর্তি কোথায় স্থাপন করা উচিত, এর ফলে কী কী উপকার পেতে পারেন, তা জেনে নিন —-
আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের
১. ঘরে তামার তৈরি সূর্য মূর্তি রাখলে, পুরো বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার করে।
২. বাস্তুর নিয়ম অনুযায়ী তামার তৈরি সূর্য মূর্তি বাড়ি হোক বা অফিসে রাখলে মানসম্মান পাওয়া যায়।
৩. তামার সূর্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে সাহায্য করে। তামার সূর্যের আকর্ষণের এত শক্তিশালী শক্তি রয়েছে যে, প্রভাবশালী ব্যক্তিত্বের লোকদের আকর্ষণ করে।
৪. যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য তামার সূর্য বিশেষ উপকারী বলে মনে করা হয়।
৫. ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা বা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবশ্যই বাড়িতে তামার সূর্য স্থাপন করা উচিত।
তবে এই তামার সূর্যমূর্তি ঘরে কোথায় রাখবেন —
বাড়ির পূর্ব দিকে যদি কোনো জানালা বা কোনো পথ না থাকে তবে পূর্ব দেওয়ালে একটি তামার সূর্য মূর্তি রাখতে পারেন। আর যদি জানালা বা দরজা থাকে তবে তার উপরে তামার সূর্য টাঙিয়ে রাখুন। এর মাধ্যমে বড় ধরনের ত্রুটি দূর হয়। পূর্ব দেয়ালে তামার সূর্য টাঙিয়ে রাখলে কর্মজীবনে উন্নতি হবে। চাকরি ও ব্যবসায় সাফল্য পাবেন।
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)