Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- পৌষ মাসের পূর্ণিমা তিথিতে, চাঁদ পুষ্য নক্ষত্রে থাকে, তাই এই মাসটি পৌষ ও পুষ নামে পরিচিত। বাংলা ক্যালেন্ডার অনুসারে এটি বাংলা বছরের নবম মাস। পৌষ মাসে ভগবান সূর্যদেব ও নারায়ণের পূজা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। এই মাসে সূর্য দেবতাকে ভগ নামে পূজা করা হয়।
আরো পড়ুন :- বাস্তুকে ত্রুটিমুক্ত রাখতে এবং পারিবারিক আর্থিক উন্নতির জন্য করুন এই কাজ
এছাড়া এই মাসকে পূর্বপুরুষদের মুক্তির মাস বলা হয়। পৌষ মাসে পিন্ডদানের বিশেষ তাৎপর্য রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে পৌষ মাসে পিতৃপুরুষদের জন্য পিন্ড দান দান করলে তারা মোক্ষ লাভ করে এবং তারা সরাসরি বৈকুণ্ঠে চলে যায়। তবে এই মাসে সব ধরনের মাঙ্গলিক কাজ নিষিদ্ধ তাই একে মল মাস বলা হয়। তবে চলুন জেনে নেওয়া যাক এই মাসে কি কি করবেন আর কি কি করবেন না জীবনে সফলতার জন্য।
পৌষ মাসে কি কি করবেন :-
১. পৌষ মাসে গায়ত্রী মন্ত্র জপ কুণ্ডলীতে সূর্যের অবস্থানকে শক্তিশালী করে।
২. এই মাসে সূর্যকে নিয়মিত জল নিবেদন করতে হবে। তারই সাথে সূর্যের মন্ত্রটি জপ করুন।
৩. এই মাসে নারায়ণের পূজার সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এমন অবস্থায় বাড়িতে গীতা পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন এবং নারায়ণের মন্ত্রগুলি জপ করুন। তারই সাথে পারলে নারায়ণ পূজা করতে পারেন।
৪. এই মাসে কোনো পবিত্র নদীতে স্নান পবিত্র নদীতে স্নান করা , পূজা করা এবং দান করার ক্ষেত্রে অত্যন্ত পুণ্যদায়ী বলে মনে করা হয় । বামন পুরাণ অনুসারে এই মাসে খাদ্য দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন।
পৌষ মাসে কি কি করবেন না :-
১. এই মাসে ভুলেও বিবাহ এবং বাগদান যাবে না , এই মাস মল মাস হওয়ায় কোনো শুভ কাজ করা উচিত নয় । এমনকি বিয়ে নিয়েও আলোচনা করা উচিত নয়।
২. এই মাসে হোম , ভূমি পূজা , অগ্নি, গ্রহ চিহ্ন, ব্যবসায়িক মহূর্ত ইত্যাদি শুভ আচার করা উচিত নয়।
আরো পড়ুন :- কেরিয়ারে সফলতা আনতে পারছেন না ? এই পদক্ষেপ গুলি মেনে চলুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )