জীবনে সব ধরণের বাধা-বিপত্তি দূর করতে চান ? মেনে চলুন কিছু টিপস

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পণ্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- হিন্দু শাস্ত্রে পশু-পক্ষীদের খাবার খাওয়ান মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। উল্লিখিত পঞ্চবলি কর্মের মধ্যে অন্যতম হল পশু-পক্ষীদের খাবার খাওয়ানো। গোবলি অর্থাৎ গরুকে, শ্বান বলি অর্থাৎ কুকুরকে, কাকবলি অর্থাৎ কাক বা পক্ষীদের, দেববলি অর্থাৎ অগ্নি ও অন্য দেবতা এবং পিপলিকাদি বলি অর্থাৎ পিঁপড়ে, কীট পতঙ্গদের খাবার খাওয়ানোর কথা বলা হয়। দেখুন একনজরে —

আরো পড়ুন :- জানুন কোন গ্রহের প্রতিকারে কী ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করবেন

১. গরুর মধ্যে সমস্ত দেবতার বাস। গরু ইতিবাচক শক্তিতে সমৃদ্ধ। গরুর মধ্যে নিহিত এই শক্তিভাণ্ডার ভাগ্যোদয় ঘটাতে পারে। শাস্ত্র মতে, গরুকে অন্ন ও জল প্রদান করলে সমস্ত ধরনের সংকট দূর হয়। জীবনে শান্তি ও সুখ-সমৃদ্ধির দ্বার উন্মুক্ত হয়। প্রতিদিন গরুকে রুটি খাওয়ালে বৃহস্পতি ও শুক্র শক্তিশালী হয়।

 

 

২. কুকুরকে ভোজন করালে ভৈরব প্রসন্ন হন। উল্লেখ্য শ্বান অর্থাৎ কুকুর কাল ভৈরবের বাহন। কুকুরকে খাবার খাওয়ালে প্রসন্ন কালভৈরব ব্যক্তির জীবন থেকে সমস্ত ধরনের সংকট দূর করে এবং ব্যক্তিকে ভয়মুক্ত করে। জ্যোতিষে কুকুরকে কেতুর প্রতীক মনে করা হয়। তাই বাড়িতে পোষা কুকুর রাখলে বা কুকুর সেবাযত্ন করলে কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

৩. পাখির মধ্যে কাককে অতিথি আগমনের বার্তাবহ ও পিতৃপুরুষদের আশ্রমস্থল মনে করা হয়। কাককে ভোজন করানো নিজের পিতৃপুরুষদের ভোজন করানোর সমর্থক। কাক, হংস, গরুঢ়, টিয়া পাখি ও পিঁপড়েকে অন্ন খাওয়ালে সমস্ত ধরনের ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। পিতৃদোষ, শনি দোষ ও মঙ্গল দোষ থেকেও মুক্তি সম্ভব। ফলে ঘর ও পরিবারে সুখ-শান্তি ও প্রসন্নতা বৃদ্ধি পায়।

৪. গরু, কুকর ও পক্ষীর পাশাপাশি হিন্দু শাস্ত্রে পিঁপড়েকে খাবার খাওয়ানোর মাহাত্ম্য জানানো হয়েছে। কালো পিঁপড়েকে শুভ মনে করা হয়। আবার লাল পিঁপড়ে অশুভ শক্তির প্রতীক। আবার পিঁপড়েকে আটা খাওয়ালে দেবতা প্রসন্ন হন। কালো পিঁপড়েকে বিষ্ণুর রূপ মনে করা হয়।

এই টিপস গুলি মেনে চলুন আর ভালো থাকুন।

আরো পড়ুন :- মীন রাশিতে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ, এই ৩ রাশির মানুষদের হাতে আসবে টাকা

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন