Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আর মাত্র কয়েক দিন পরেই নতুন বছর। প্রতি বছরের মতো আগামী বছরেও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে ২০২২ সাল সবার জন্য সুস্বাস্থ্য ও সাফল্য বয়ে আনে। নতুন বছর আসার সাথে সাথে আমাদের মাথায় আরও একটি জিনিস আসে , তা হল নতুন কিছু সংকল্প নেওয়া অথাৎ নতুন বছরের রেজোলিউশন। মানুষ নিজেদের প্রতিশ্রুতি দেয় যে তারা এই বছর বিশেষ কিছু করার প্রতিশ্রুতিবদ্ধ হবে। তবে আমরা যদি গীতার মাহাত্ম আমাদের জীবনে কাজে লাগাই তা হলে আমাদের জীবনে সফলতা পাওয়া খুবই সহজ হয়ে উঠবে।
গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এমন কিছু বলে গেছেন যা আজও প্রাসঙ্গিক। আর গীতার এই মৌলিক মন্ত্রগুলি মাথায় রেখে, আপনি যদি নতুন বছরে কোনো নতুন সংকল্প গ্রহণ করেন, তবে আশা করা যায় আপনি কখনই হতাশ হবেন না। তাহলে চলুন জেনে নেই এই মৌলিক মন্ত্রগুলো সম্পর্কে–
আরো পড়ুন :- ব্যাবসায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না ? পৌষ মাসেই করুন এই কাজ
সময়ের সঠিক ব্যবহার ( টাইম ম্যানেজমেন্ট ) :- নতুন বছরে আপনার প্রথম যে রেজোলিউশনটি নেওয়া উচিত তা হল সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখা। কারণ আপনি যত বড় বড় মানুষ দেখবেন তারা তাদের সময়কে সঠিক ভাবে কাজে লাগায়। কারণ আপনার মতো তাদের হাতেও ২৪ ঘন্টায় সময় থাকে দিনে। আর মাথায় রাখবেন সময় কারো জন্য অপেক্ষা করে না। একজন মানুষ যদি সময়ের মূল্য বুঝতে পারে এবং তার সঠিক ব্যবহার করতে শিখে যায়, তাহলে নিজের জীবনে সফলতা অর্জনে সেই ব্যাক্তি কখনই কোনও সমস্যার সম্মুখীন হবে না। গীতায় বলা হয়েছে, যেই ব্যাক্তি সময়ের গুরুত্ব বুঝতে পেরেছে সে তার জীবনের প্রথম ধাপ অতিক্রম করেছে। সময় মতো কাজ সম্পন্ন করার অভ্যাসযুক্ত ব্যক্তিরাই সর্বদা জীবনে সাফল্য লাভ করে।
নিজের খাদ্যের প্রতি গুরুত্ব দিন :- ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে তার বাণীতে বলেছেন , জীবনে সফল হতে হলে সর্বদা সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত। আপনি যদি তামসিক খাবারের প্রতি অনুরাগী হন, তাহলে নতুন বছরের আপনি শুধুমাত্র সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন বলে সংকল্প নিন। গীতায় এও বলা হয়েছে যে , সাত্ত্বিক আহার আমাদের মনের উপর ভালো প্রভাব ফেলে। যার কারণে আমাদের মধ্যে থেকে নেতিবাচক শক্তি বের হয়ে যায় এবং ব্যক্তির হৃদয় পবিত্র হয়।
স্বাস্থ্য সবচেয়ে বড় সম্পদ :- ভগবান শ্রীকৃষ্ণ গীতায় মাধ্যমে তার বাণীতে জোর দিয়ে বলেছেন , কোনো মানুষের ক্ষেত্রে তার স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ কোনো কিছু নেই। নিজের সুস্বাস্থ্যের জন্য একজন ব্যক্তিকে সুষম খাদ্য গ্রহণ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন , একটি সুস্থ আত্মা শুধুমাত্র একটি সুস্থ শরীরে বাস করে। মানুষ যখন সুস্থ থাকবে তখনই সে ভগবানের ভক্তি, উপাসনা, সাধনা, নিত্য দিন ও সামাজিক কাজ নিয়মিত ভাবে করতে পারবে। নিজের জীবনকে সঠিক ভাবে উপভোগ করতে পারবে।
আরো পড়ুন :- ঘুমের সময়ের এই কয়টি অভ্যেস তৈরি করছে বাস্তুদোষ, জানুন কি করা উচিত
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)