Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- উপায় জানা থাকলে জীবনের অনেক সংকট কেটে যায়। জ্যোতিষ অনুসারে সৌভাগ্য আপনার প্রতি সদয় হলে বাধা বিপত্তি আপনার জীবনে আসবে না। আলোচনা করব কীসের তৈরী প্রদীপ ব্যবহার করলে তা অত্যন্ত শুভ ফল নিয়ে আসে। হিন্দু ধর্মে পূজার্চনায় ব্যবহৃত প্রতিটি সামগ্রীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। কিছু বিশেষ নিয়মও জড়িত রয়েছে। যেমন হিন্দু ধর্মে যজ্ঞের ব্যাপক প্রচলন রয়েছে। কিন্তু এই যজ্ঞের জন্য আমের কাঠই ব্যবহৃত হয়। বাড়ির প্রতিদিনের পুজো অথবা কোনও বিশেষ পুজো করাই হোক না-কেন, ধূপ ও প্রদীপ দেখানো হয়। পূজার্চনায় কোন প্রদীপ সর্বাধিক শুভ, তা কী জানা আছে ?
আরো পড়ুন :- সাবধান : মঙ্গল ও শনির অশুভ যুতিতে সময় খারাপ কাটবে এই রাশির মানুষদের
পুজোয় আমরা কাঁসা, পিতল, তামা ও মাটির প্রদীপ ব্যবহার করে থাকি। তবে খুব কম লোকই আটার প্রদীপ সম্পর্কে জানেন। আটার প্রদীপের পৃথক মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে আটার প্রদীপকে শুভ মনে করা হয়। এই প্রদীপ বানানোর জন্য গমের আটা ব্যবহার করা হয়। গমে অন্নপূর্ণার আশীর্বাদ থাকে। যার কারণে আটার প্রদীপকে পবিত্র মনে করা হয়।
এর শুদ্ধতা ও পবিত্রতার কারণে আটার প্রদীপ জ্বালানো হয়। অন্য ধাতু এমনকি মাটির প্রদীপও আটার প্রদীপের চেয়ে বেশি শুদ্ধ ও পবিত্র হয় না।
১ নিজের কোনো মনস্কামনা পূরণের জন্য আটার প্রদীপ জ্বালানো উচিত। এ ক্ষেত্রে পাঁচটি মঙ্গলবার আটার তৈরি পঞ্চমুখী প্রদীপ বজরংবলীর মন্দিরে নিয়ে গিয়ে জ্বালান।
২. আবার গ্রহ শান্তির জন্যও আটার প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে। শনি গ্রহকে শান্ত করতে মঙ্গলবার ও শনিবার কোনও হনুমান মন্দিরে আটার প্রদীপ প্রজ্জ্বলিত করা উচিত।
জ্যোতিষ শাস্ত্রেও আটার প্রদীপের উল্লেখ পাওয়া যায়। ১ থেকে ১১টি প্রদীপ প্রজ্জ্বলিত করার কথা বলে জ্যোতিষ শাস্ত্র। মনে করা হয় যে, আটার প্রদীপ জ্বালালে ঋণ মুক্তি ঘটে। এমনকি বিবাহে আগত বাধা দূর হয়। রোগ ও পারিবারিক কলহ থেকে মুক্তি পেতেও আটার প্রদীপ সাহায্য করবে।
জ্যোতিষ মতে , সামান্য হলুদ মিশিয়ে আটা মেখে তার প্রদীপ তৈরি করলে ও ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালালে অধিক শুভ ফল লাভ করা যায়।
আরো পড়ুন :- বুধের বক্রির ফলে আগামী দিনে খরচ বাড়বে এই রাশির মানুষদের
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )