Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- লবঙ্গ অথাৎ মশলা, আমাদের মনে লবঙ্গর কথা শুনলে এটাই মনে হয়। তবে লবঙ্গ যে শুধুমাত্র রান্নায় স্বাদ আনতে কাজে লাগে তা নয়। লবঙ্গ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয় এবং এতে প্রচুর উপকারও পাওয়া যায়। মূলত, আয়ুর্বেদে লবঙ্গকে মশলা নয় , ভেষজ ঔষধ হিসাবে বিবেচনা করা হয়েছে। আদিম যুগে লবঙ্গ ভেষজ ঔষধ হিসাবেই ব্যবহার করা হতো। আর এই লবঙ্গ আমাদের শরীরের জন্য উপকারী বলে তা খাবারের সাথে গ্রহণ করা হয়। ফলে লবঙ্গকে মশলা ভেবে ভুল করবেন না। জ্যোতিষ শাস্ত্রে লবঙ্গ দিয়ে করা বিশেষ কিছু টোটকার কথা বলা হয়েছে, আর যেই টোটকা গুলি জীবনের সব বাঁধা কাটিয়ে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তবে চলুন টোটকা গুলির সমন্ধে জেনে নেওয়া যাক —
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
১. আপনার শত্রুরা কি আপনার ক্ষতি করতে চেষ্টা করছে ? এমনটা হবে যে কোনও শনিবার একটি মাটির পাত্রে অথাৎ মাটির সরা নিতে পারেন। ওই মাটির পাত্রে কিছুটা কর্পুরের সঙ্গে তিনটি লবঙ্গ একসঙ্গে হনুমানজির সামনে রেখে পুড়িয়ে দিন। এতে আপনার শত্রু দূর হবে।
২. শনিবার সন্ধ্যাবেলা শনিদেবের সামনে একটি নতুন হলুদ কাপড়ের টুকরো নিয়ে তাতে তিনটি পান রেখে, তার উপরে সাতটি লবঙ্গ এবং কিছুটা কালো সর্ষে রাখুন। সব উপকরণ নিয়ে একসঙ্গে হলুদ কাপড়টিকে গিঁট দিয়ে দিন। মনে রাখতে হবে এই গিঁটের সংখ্যা যেন তিনটি হয়। তিনটির বেশি গিঁট যেন না পড়ে। এই পুঁটলিটি সাত দিন শনিদেবের কাছে রেখে, পরের শনিবার পুঁটলিটি বাড়ির সদর দরজায় টাঙিয়ে দিন। এর ফলে যে কোনও বাঁধা আপনার জীবন থেকে চলে যাবে।
৩. অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম করেও জীবনে সাফল্য আসছে না, আর সফলতা পেতে সিদ্ধিদাতা গণেশের সামনে পাঁচটি গোটা সুপুরি ও পাঁচটি লবঙ্গ অর্পণ করুন। বাড়িতেই এটা করতে পারেন।
৪. আপনার কি চাকরি পেতে বিলম্ব হচ্ছে ? তবে একটি পাতিলেবু নিয়ে তাতে লবঙ্গ গেঁথে, ওম হনুমন্তে নমঃ মন্ত্রটি ৩১ বার জপ করুন। তার পর লেবুটি জলে ভাসিয়ে দিন। পুকুর বা নদীর জলে ভাসাবেন।
৫. ঘরে নেগেটিভ এনার্জি থাকা ভালো নয়। ফলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করতে একটি কাচের বাটিতে কিছুটা লবঙ্গ রেখে, ঘরের যে কোনও কোণে রেখে দিন।
৬. আপনি কি অর্থ সঙ্কটে ভুগছেন ? তাহলে মঙ্গলবার একটি সর্ষের তেলের প্রদীপে কয়েকটি লবঙ্গ রেখে হনুমানজির মন্দিরে গিয়ে তা জ্বালান।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)