Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : চলছে ভরা উৎসবের মরসুম। দুর্গাপুজো ও লক্ষীপুজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দীপাবলির কাউন্ট ডাউন শুরু । কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো। বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই বছরের কালী পুজোর প্রস্তুতি। শ্যামা মায়ের আরাধনায় যাতে কোনো ত্রুটি না থাকে তাই তার চেষ্টা চলছে জোড়কদমে।
বিভিন্ন মন্দিরে তো বটেই, যাঁদের বাড়িতে কালীপুজো হয়, তাঁরাও বেশ কিছুদিন আগে থেকে প্রস্তুত হন কালী পুজোর কাজে। বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। বাংলার বাইরে এই উৎসব মূলত পালিত হয় দিওয়ালি নামে। দেখে নিন কালী পুজোর দিনক্ষণ, শুভ সময়। দেখুন একনজরে—-
কালীপুজো ২০২১ -এর সম্পূর্ণ নির্ঘণ্ট —-
* কালীপুজোর তারিখ – আগামী ৪ নভেম্বর, বৃহস্পতিবার।
* অমাবস্যা তিথি – ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
* লক্ষ্মীপুজোর সময়- সন্ধ্যা ৬.০৯ থেকে ৮.২০ মিনিট পর্যন্ত।
অনেকে দীপাবলিতে লক্ষ্মী -গণেশের পুজোও করেন। কালী পুজোর দিন, সূর্য, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এই চারটি গ্রহই থাকবে তুলাতে। শুক্র হল তুলা রাশির গ্রহ। তাই এদিন লক্ষ্মীদেবীর পুজো করলে তা শুভ ফল দেবে তুলা রাশির জাতকদের। জ্যোতিষশাস্ত্রে শুক্রের প্রভাবেই আরাম ও বিলাসবহুল জীবনযাত্রা মেলে।
গত বছর থেকে কালী পুজোর আনন্দে ভাঁটা পড়েছে অনেকটাই। করোনা অতিমারীর প্রকোপে এই বছরও দুর্গাপুজো কেটেছে কিছুটা আশঙ্কায়। কালী পুজো অবধি ঠিক কী অবস্থা থাকবে না নিয়ে কিছুটা ভয় থেকেই যাচ্ছে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল