Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কার্তিক কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে পূজিত হন ধন্বন্তরী। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধন্বন্তরী অবতরিত হয়েছিলেন বলে প্রতি বছর এই তিথিতে তাঁর পুজো হয়। চলতি বছর ২ নভেম্বর ধনতেরাস পালন হবে। ঘরে ঘরে ধনতেরাসের পুজো করা হয়। তাই ধনতেরাস পুজোর শুভক্ষণ জেনে রাখা উচিত।
ধনতেরাস পুজোর তিথি- ২ নভেম্বর, মঙ্গলবার
ত্রয়োদশী তিথি শুরু- ২ নভেম্বর বেলা ১১টা ৩১ মিনিট থেকে। ত্রয়োদশী তিথি সমাপ্ত- ৩ নভেম্বর সকাল ৯টা ০২ মিনিটে
ধনতেরাস পুজোর শুভ সময়- সন্ধ্যা ৫টা ২৬ মিনিট থেকে ৬টা।
প্রদোষ কালে ধন্বন্তরি পুজো- সন্ধ্যা ৫টা ৩৮ মিনিট থেকে ৮টা ১৪ মিনিট। বিশেষ ফল লাভের জন্য প্রদোষ কাল ও বৃষ লগ্নে সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা ৫৭ মিনিটের মধ্যে পুজো করুন।
এই সময়ের মধ্যে ধনতেরাস পুজো করলে শুভ ফল লাভ করা যাবে বলে জ্যোতিষীদের অভিমত। চলতি বছর ধনতেরাসে ত্রিপুষ্কর ও সিদ্ধ যোগ সৃষ্টি হচ্ছে। যা এই উৎসবের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেবে।
ধনতেরাসের সন্ধ্যায় শুভক্ষণে পুজোর পর বাড়ির প্রবেশদ্বার ও আঙিনায় প্রদীপ প্রজ্জ্বলিত করার প্রথা রয়েছে। তবে এই প্রথার পিছনে একটি প্রচলিত লোককথার হদিশও পাওয়া যায়। কার্তিক কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর রাতে ধ্বনতরির পুজো করে দক্ষিণ দিকে দীপমালা অর্পণ করবে, তার অকাল মৃত্যুর ভয় থাকবে না।’ এ কারণে এ দিন বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ প্রজ্জ্বলিত করে রাখেন সকলে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল